‘ নমামী গঙ্গে প্রজেক্ট’-র উদ্যোগে গঙ্গায় মাছ ছাড়ার কর্মসূচি ফারাক্কায়

0
90

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

আজ ফরাক্কা তালতলা ঘাটে ফরাক্কার গঙ্গার জলে আইসিএআর-সেন্ট্রাল ইনল্যান্ড ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড সিআইএফআরআই ডিপার্টমেন্টের -র পক্ষ থেকে ‘নমামী গঙ্গে প্রজেক্ট’-র মাধ্যমে ফরাক্কার গঙ্গায় এক লাখ দশ হাজার ইলিশ সহ আরও অন্যান্য মাছ ছাড়া হলো।

fishing | newsfront.co
মাছ ছাড়ার কর্মসূচি ৷ নিজস্ব চিত্র

মূলত গঙ্গার জলে মাছের পরিমাণ কম থাকায় আজকে ফরাক্কার গঙ্গায় ইলিশ সহ আরও অন্যান্য মাছ ছাড়া হয় । এই প্রজেক্টের উদ্দেশ্য হল গঙ্গা পরিশোধন করা এবং নদীতে মাছের পরিপূর্ণতা রক্ষা করা ৷ আজ প্রধানত চার ধরনের মাছের চারা ছাড়া হয় এই গঙ্গাতে ৷

আরও পড়ুনঃ বাড়ছে পদ্মার জল, চিন্তায় চর পরাশপুর উদয়নগর

মাছগুলি হল রুই, কাতলা, কালবাউস এবং মৃগেল। কালবাউস এবং মৃগেল এই মাছদুটি গঙ্গার জৈব্য অশুদ্ধি গুলিকে খেয়ে গঙ্গা পরিশোধন করতে সাহায্য করবে । প্রায় তিন বছর ধরে এই প্রজেক্টের উপর কাজ করা হচ্ছে। ডাউন স্ট্রিমের ইলিস মাছ গুলি আপস্ট্রিমে পৌঁছাতে পারেনা কারণ তাদের মাইগ্রেশনের পথে ফারাক্কা ব্যারেজ একটি বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

তাই ‘নমামী গঙ্গা প্রজেক্ট-‘র মাধ্যমে ডাউনস্ট্রিমের মাছ গুলিকে আপস্ট্রিমে ছাড়ার কাজ করা হচ্ছে। উত্তরপ্রদেশ থেকে ফারাক্কার গঙ্গা অবধি এই কাজ চালানো হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৩০ লক্ষ মাছ আপস্ট্রিমে ছাড়া হয়ে গেছে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here