শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
রাজ্য সরকারের জনদরদি প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি হলো ‘স্বাস্থ্য সাথী প্রকল্প’। এই প্রকল্পের অধীনে রাজ্য সরকারের সহযোগিতায় রাজ্যের দরিদ্র সাধারণ মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ পেতে পারেন বিনামূল্যে।
রাজ্য সরকারের উদ্যোগে সরকারি-বেসরকারি প্রায় সমস্ত হাসপাতালে এই সুযোগ নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি জেলার অসংখ্য দরিদ্র মানুষ ইতিমধ্যে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন।
আরও পড়ুনঃ ‘ডায়াবিটিসকে’ নিয়ন্ত্রণ করতে ‘চিকেন ড্যান্সে’ পা মেলালো রোগীরা
এবার বালুরঘাট ব্লকের যে সমস্ত দরিদ্র মানুষ এখনও পর্যন্ত এই স্বাস্থ্য সাথী প্রকল্পের নাম নথিভুক্ত করেননি, তাদের পুনরায় নাম নথিভুক্ত করণের কাজ শুরু হয়েছে বালুরঘাট ব্লক অফিসে।
এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য প্রায় প্রতিদিন অসংখ্য দরিদ্র মানুষ ভিড় করছেন বালুরঘাট ব্লক অফিসে। রাজ্যের দরিদ্র সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন ইতিমধ্যেই রাজ্যের কয়েক কোটি মানুষ।
এবার আরও বেশ কিছু মানুষকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বালুরঘাট ব্লকের দরিদ্র সাধারন মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584