নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
চিকিৎসক স্বাস্থ্যকর্মীর পর এবার সামাজিক বয়কটের মুখে করোনা হাসপাতালের নিরাপত্তারক্ষী, সাফাই কর্মী থেকে শুরু করে হাসপাতালের মাতৃযান চালকরাও। যার জেরে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধের হুমকি মেদিনীপুর করোনা লেভেল ১, লেভেল ২ সহ হাসপাতালের ৬০ জন কর্মীর।
ইতিমধ্যেই কাজ বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্মীদের একাংশ। মেদিনীপুর শহরের দুই করোনা হাসপাতলের কর্মীদের অভিযোগ, হাসপাতালে ডিউটি করার জন্য তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না গ্রামে। এমনকি তাদের পরিবারকেও বয়কট করে রাখা হয়েছে গ্রামে।
আর এতেই চরম বিপাকে পড়েছে লেভেল ১, লেভেল ২ করোনা হাসপাতালে কর্মরত নিরাপত্তারক্ষী, সাফাই কর্মী থেকে শুরু করে অ্যাম্বুলেন্স চালকরা। মেদিনীপুর সদর ব্লকের কুলদা, পাচকুরি বনপুরা সমস্ত গ্রামেই একই অসুবিধার মুখে পড়তে হচ্ছে হাসপাতাল কর্মীদের।
আরও পড়ুনঃ রেশন পেতে তৃণমূল বিধায়কের দ্বারস্থ মালদহের শতাধিক পরিবার
ইতিমধ্যে হাসপাতাল কর্মীদের তরফে লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে মেদিনীপুর কোতোয়ালী থানায়। তার পরেও সুরাহা হয়নি বলে এইসব কর্মীদের অভিযোগ। অবশেষে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালে এই কর্মীরা।
মুখ্যমন্ত্রীর বারবার আবেদনের পরেও করোনা হাসপাতালে কাজ করার জন্য সমস্যার মুখে পড়তে হচ্ছে হাসপাতালের কর্মীদের। এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে জেলা পুলিশ মুখে কুলুপ এঁটেছে সকলেই। কত দিনে সমস্যার সুরাহা হয় সেটাই এখন দেখার বিষয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584