ভারোত্তোলনে সেরা পৌরসভার কর্মী ননীগোপাল

0
85

শ্যামল রায়,কাটোয়াঃ

Noni Gopal is the best in weight lifting
নিজস্ব চিত্র

আন্তর্জাতিক স্তরে ৭৬ কেজি বিভাগে ৬২৫ কেজি ভারত্তোলন করে তাক লাগিয়ে দিয়েছেন কাটোয়ার ননীগোপাল ভক্ত।কাটোয়া শহরের পাবনা কলোনির বাসিন্দা ননীগোপাল কাটোয়া পৌরসভার কর্মী।খুব ছোটবেলা থেকেই ভারোত্তলনে তার শখ ছিল এবং কিছু একটা করবেন এই প্রতিজ্ঞা নিয়েই নিয়মিত ভাবে চর্চা করে যাচ্ছিলেন।

প্রসঙ্গতঃ গত জানুয়ারি মাসে মহারাষ্ট্রের নাগপুরে আয়োজিত ভারোত্তোলন প্রতিযোগিতায় ভালো ফল করেছে সে।এই প্রতিযোগিতায় ভারতসহ আফগানিস্তান সৌদি আরব ইরাক ইরান সিরিয়া কাজাকিস্তান সুদান নেপাল বাংলাদেশ সহ মোট ১২ টি দেশের কয়েক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কাটোয়ার ননীগোপাল ভক্ত।

আরও পড়ুনঃ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে খড়গপুরের গণিত প্রতিভা অর্চিষ্মান

এই খেলায় ননীগোপাল দ্বিতীয় স্থান দখল করেছিল।এই সাফল্যে ননীগোপাল বাবুর প্রতিক্রিয়া হলো যে, ‘এটা আমার কাছে অনেকটা স্বপ্ন বাস্তবায়িত হওয়ার ফসল।মহারাষ্ট্র সরকার যেভাবে সহযোগিতা করেছে সেখানে আমাদের রাজ্য সরকার ও উৎসাহ দিলে আরো ভালো লাগতো।’

তবে তিনি আরো জানিয়েছেন যে এই রাজ্যের খেলোয়াড়রা ও আন্তর্জাতিক স্তরে রাজ্যের নাম উজ্জ্বল করতে পারেন তার দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন কাটোয়ার ননীগোপাল ভক্ত।

ননী গোপালের এই সাফল্যে পরিবারসহ প্রতিবেশীরাও ভীষণভাবে গর্বিত।রবিবার ননী গোপাল বাবু জানিয়েছেন যে কাটোয়া পৌরসভায় চাকরি করার পরেও তিনি এই ধরনের খেলাকে ভীষণ পছন্দ করেন এবং ৫৯০ কেজি ওজন তুলে দেশের মধ্যে প্রথম হয়ে সোনার পদক পেয়েছেন।এই ধরনের উদ্যোগ এবং সফলতায় খুশি কাটোয়া পৌরসভার চেয়ারম্যান ও স্থানীয় বিধায়ক রবীন্দ্র নাথ চট্টোপাধ্যায়।তিনি জানিয়েছেন যে, “আমার পৌরসভার কর্মী ননীগোপাল ভক্ত ভারোত্তলনে যে সফলতা দেখিয়েছে তার জন্য আমাদের যা যা করণীয় সমস্ত রকম সহযোগিতা করব এবং তার পাশে থাকব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here