শ্যামল রায়,কালনাঃ
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ডাকে ধর্মঘটের দ্বিতীয় দিনে কালনা কাটোয়া মহকুমা জুড়ে জনজীবন ছিল স্বাভাবিক।তবে এই সাধারণ ধর্মঘট ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ তুলেছেন শাসকদলের নেতারা এবং বিরোধী দলের নেতারা।ধর্মঘট সমর্থনকারীর নেতারা জানিয়েছেন যে দুই দিনের ধর্মঘটের শেষ দিনে ধর্মঘট সফল বলে উল্লেখ করেছেন।
বুধবার ধর্মঘটের দ্বিতীয় দিনে নবদ্বীপ ধাম রেল স্টেশন ও পূর্বস্থলী রেল স্টেশন এর মাঝে ভান্ডার টিকুরিতে ধর্মঘট সমর্থনকারীরা ৩০ মিনিটের জন্য রেল অবরোধ করে।সিপিআইএমের পূর্বস্থলী এরিয়া কমিটির উদ্যোগে এই রেল অবরোধ হয় বলে সিপিএম নেতারা জানিয়েছেন। ধর্মঘটে উপস্থিত হয়েছিলেন সিপিএমের মহিলা সংগঠনের রাজ্য সভানেত্রী অঞ্জু কর উপস্থিত ছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক সুব্রত ভাওয়াল রতন দাস আলেয়া বেগম প্রবীর মজুমদার সাহাদুল হক প্রমূখ।
এরপরে পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহান্নগর মরে ধর্মঘট সমর্থনকারীরা কয়েক ঘন্টার জন্য রাস্তা অবরোধ করে।এদিন সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিনে কাটোয়া বাস স্ট্যান্ড ও কালনা বাস স্ট্যান্ড থেকে বাস চলাচল করেছে।ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।এছাড়াও হাট বাজার স্কুল কলেজ সর্বত্রই ছিল স্বাভাবিক।সাধারণ ধর্মঘট কে কেন্দ্র করে শুধু অভিযোগ উঠেছে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে।বিভিন্ন জায়গায় ব্যাংক ছিল বন্ধ।তাই চরম সমস্যার মধ্যে পড়েছেন ব্যাঙ্কের গ্রাহকরা।
বহু জায়গায় এটিএম এ টাকা ফুরিয়ে যাওয়ায় আরো সমস্যার মধ্যে পড়তে হয়েছে গ্রাহকদের।
বিভিন্ন রাস্তায় বাস চলাচল করলেও যাত্রী সংখ্যা ছিল খুব কম।তবে ধর্মঘট কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নেয়নি’ এমনটাই অভিযোগ বিজেপির নেতাদের।বিজেপির জেলা সম্পাদক কৃষ্ণ ঘোষ রাজীব ভৌমিক সুশান্ত পান্ডে বিধান ঘোষ জানিয়েছেন যে ধর্মঘট ব্যর্থ।অন্যদিকে সিপিএম নেতারা ধর্মঘট সফল বলে দাবি করেছেন।কালনা শহর ও কালনার বিভিন্ন প্রান্তে কোন ভাবেই ধর্মঘটের প্রভাব পড়েনি এছাড়াও মঙ্গলকোট কেতুগ্রামের ধর্মঘটের কোন প্রভাব পড়েনি।ধর্মঘটের প্রথম দিন মঙ্গলবার পূর্বস্থলীর কালিকাতলা থেকে ধর্মঘট সমর্থনকারী ২ সিপিএম নেতা রঞ্জিত মাহাতো এবং বাসুদেব মাহাতো কে গ্রেপ্তার করেছিল পুলিশ।বুধবার ধৃতদের কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনে মুক্তি দেয়।সিপিএম নেতা ও বিধায়ক প্রদীপ সাহা জানিয়েছেন যে পুলিশ মিথ্যা ভাবে ওই দুই ধর্মঘট সমর্থনকারীকে গ্রেপ্তার করেছিল আজ জামিনে মুক্তি পেয়েছেন।
আরও পড়ুনঃ আগামী ব্রিগেড সমাবেশের সমর্থনে কাটোয়ায় তৃণমূলের মহামিছিল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584