নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
অবশেষে দীর্ঘ দিনের সমস্যার অবসান হলো। মঙ্গলবার ফালাকাটা ব্লকের গুয়াবর গ্রাম পঞ্চায়েতের গোকুল নগর গ্রামের ডুডুয়া নদীর উপর সেতুর শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
ব্লকের ডুডুয়া নদীতে ব্রিজ না থাকার ফলে যোগাযোগের প্রচন্ড সমস্যায় পরতে হত দুপাড়ের বাসিন্দাদের।ব্রীজটি হলে প্রায় ৩০ হাজার মানুষ উপকৃত হবে।
এদিনের সেতুর শিলান্যাস করেন রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “এই সেতুটি তৈরী করতে ৬ কোটি টাকার উপর খরচ হবে এবং দেড় বছররের মধ্যে সেতুর কাজ শেষ করা হবে।ফালাকাটার বিধায়ক অনিল অধিকারি বলেন,এ সেতুটি সম্পূর্ণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে উন্নয়ন মূলক কাজ চলছে।” তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি,ডি,ও সুপ্রতীক মজুমদার সহ প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুনঃ অবশেষে পরিবর্তিত হলো নামফলক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584