ইসলামপুর কোর্ট ময়দানে চা সভার আয়োজন

0
54

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

north bengal tea industry meeting at islampur | newsfront.co
চা সভায় প্রদীপ প্রজ্জ্বোলন। নিজস্ব চিত্র

উত্তরদিনাজপুর স্মল টি গ্রওয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ ইসলামপুর কোর্ট ময়দানে এক কনভেনশনের আয়োজন করা হয়েছিল।

‘কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অফ নর্থ বেঙ্গল স্মল টি সেক্টর’– এই সভায় উপস্থিত ছিলেন টি বোর্ড ইন্ডিয়ার ডেপুটি চেয়ারম্যান অরুণ কুমার রায়। স্মল টি গ্রওয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী, উত্তরদিনাজপুর স্মল টি গ্রওয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশীষ পাল-সহ একাধিক ব্যক্তি, চা বিজ্ঞানী-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই মঞ্চে।

arun kumar roy | newsfront.co
অরুণ কুমার রায়। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পারমাণবিক অস্ত্র-ক্ষেপণাস্ত্র প্রযুক্তি চুরিতে আটক পাঁচ পাকিস্তানি ব্যবসায়ী

অরুণ কুমার রায় বলেন, আমরা বাংলায় আটটি ব্লককে চিহ্নিত করে ফ্যাক্টরি গড়ে তুলব এবং বছরে ৩৬ লক্ষ টাকা করে খরচ করা হবে চায়ের উন্নয়নের জন্য।

চা চাষিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা চায়ের গুণগত মান আরও ভালো না করলে বিশ্ব বাজারে এই চা বিক্রি করা সম্ভব হবে না। পাশাপাশি ভুল ওষুধ প্রয়োগ না করার জন্য তিনি কৃষকদেরকে পরামর্শ দেন। আজকে সভায় প্রথমে প্রদীপ জ্বালিয়ে চা পর্ষদের ডেপুটি ডিরেক্টর এই সভার শুভ সূচনা করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here