নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা ভাইরাসে আক্রান্ত কারও হদিস না পেলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলার বাংলা-বিহার সীমানা এলাকায় যত বেশি সম্ভব বাসিন্দার লালারস পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। জানা যায় জেলার বেশিরভাগ ব্লকই বিহার সীমানা সংলগ্নে রয়েছে ।
যদিও প্রশাসন সূত্রে খবর, বাংলা-বিহার সীমানার ব্লকগুলির বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত জেলার কোনও নির্দিষ্ট এলাকার বাসিন্দাদের, লালারসের পরীক্ষা করানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে জেলায় ছ’টি ব্লকের ১৩টি এলাকায়, বাংলা-বিহার সীমান্তে ইতিমধ্যেই ‘নাকা চেকিং পয়েন্ট’ চালু করা হয়েছে।
আরও পড়ুনঃ হটস্পট হিসেবে চিহ্নিত মেদিনীপুরকে জীবাণু মুক্ত করতে স্যানিটাইজ দমকলের
সেখানে স্বাস্থ্য কর্মীরা বিহার থেকে আসা লোকেদের ‘থার্মাল স্ক্রিনিং’ করার পরেই এ রাজ্যে ঢোকার অনুমতি দিচ্ছেন। পাশাপাশি রায়গঞ্জ, ইটাহার, করণদিঘি, গোয়ালপোখর ও ইসলামপুর ব্লকে বাংলা-বিহার সীমানা রয়েছে। তাই সেখানে নদী পথেও নজরদারি রাখা হচ্ছে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584