নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা ভাইরাস রুখতে টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে বা এলাকায় চোর ঘুরে বেড়াচ্ছে ৷ এহেন কথা কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল এলাকায়। যদিও এসব গুজব বলে জানিয়ে দিল উত্তর দিনাজপুর জেলার পুলিশ৷ যদিও এমন কোনও গুজবে কান দিতে নিষেধ করলেন পুলিশ কর্মীরা ৷ এই আবেদন জানিয়েই শহরের বিভিন্ন প্রান্তে মাইকিং করল পুলিশ ৷
তবে পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়া বা অন্য নানা ভাবে গুজব ছড়ানোর অভিযোগ তাদের কাছে এসেছিল ৷ শোনা যাচ্ছে কোথাও করোনার টিকাকরণ তো কোথাও আবার চোরের দল শহরে ঘুরে বেড়াচ্ছে। আবার কোথাও গুজব ছড়িয়েছে, যে করোনা আক্রান্ত রোগী শহরের বিভিন্ন এলাকায় রয়েছে ৷ এরপরই গুজব রুখতে প্রচার শুরু করে পুলিশ৷
আরও পড়ুনঃ করোনা যুদ্ধে সামিল কর্মীদের সহযোগিতায় পিপিই কিট বানাচ্ছে মহিলা ব্রিগেড
যদিও এই বিষয়ে হেমতাবাদ থানার ওসি দিলিপ রায় বলেন, ‘কোনও ভাবেই কোনও ধরনের গুজবে যাতে মানুষ বিভ্রান্ত না হন, তার আবেদন জানাতেই এই প্রচার৷ কেউ গুজব ছড়িয়ে এলাকায় প্রচার করলে তাকে সরাসরি গ্রেফতার করা হবে’। আর কোন গুজব শুনলে তা পুলিশের নজরে আনার জন্য আবেদন জানানো হচ্ছে বাসিন্দাদের। পাশাপাশি প্রশাসনের তরফে এলাকার বাসিন্দাদের, বাড়িতে থাকার আবেদন জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584