বাজারের ভিড় এড়াতে সচেতনতার সাথে খাদ্য সামগ্রী বিলি তৃণমূলের

0
35

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

রাজ্যকে যেভাবেই হোক করোনা মুক্ত করতেই হবে। আর এই শপথেই অঙ্গীকার হয়ে পথে নেমেছে স্বাস্থ্য দফতর থেকে শুরু করে জেলা প্রশাসন, পুরসভা, পঞ্চায়েত ও বিভিন্ন সংগঠনের সদস্য সহ দলীয় কর্মীরা।
তাই আবারও সংক্রমণ রুখতে অযথা বাজার, হাটে এসে ভিড় না করার বার্তা দেওয়ার পাশাপাশি খাদ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন দলীয় কর্মীরা।

Relief distribution | newsfront.co
নিজস্ব চিত্র

তাই এই মর্মে বার্তা দিয়ে শনিবার সকাল থেকে খাদ্য সামগ্রী বিলি করার কাজ শুরু হল উত্তর দিনাজপুর জেলা জুড়ে। এদিন সকালে জেলার প্রতিটি গ্রামে গিয়ে দুঃস্থদের বাড়িতে চাল, ডাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেবার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করলেন শাসক দলের জন প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ নৌকায় চেপে লকডাউনে দুঃস্থদের খাবার পৌঁছলেন প্রাথমিক শিক্ষক

জানা যায়, এদিনের এই কর্মসূচি চোপড়া ব্লক থেকে শুরু হয়।এর পাশাপাশি ইসলামপুর ব্লকের আগ ডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকাতে গিয়েও দুঃস্থ পরিবারের হাতে খাবার তুলে দিয়ে, মানুষকে সচেতন করে চলেছেন প্রধান, উপপ্রধান এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।তবে এদিনের এই ত্রাণ বিতরণী কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহম্মদ শাহজাহান,ও সদস্য আব্দুস সুভান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here