বিশ্বের সবথেকে বেশি ক্ষমতাসম্পন্ন উৎক্ষেপণ যোগ্য ব্যালাস্টিক প্রদর্শন করলো উত্তর কোরিয়া

0
56

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বৃহস্পতিবার রাতে ক্ষমতাসীন পার্টি কংগ্রেসের সমাপ্তির অংশ হিসেবে বিশ্বের সবথেকে ক্ষমতাসম্পন্ন ক্ষেপনাস্ত্র ব্যালাস্টিক মিসাইল প্রদর্শন করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সরকারী গণমাধ্যমে ওই ব্যালেস্টিক মিসাইলকে বিশ্বের সবথেকে শক্তিশালী ক্ষেপনাস্ত্র বলে উল্লেখ করেছে।

North Korea Army | newsfront.co

গত মঙ্গলবার পিয়ংইয়ংয়ে শুরু হয় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি কংগ্রেস।এই কংগ্রেসে কয়েক হাজার প্রতিনিধি যোগ দেন। পার্টি কংগ্রেসে আগামী পাঁচ বছরের জন্য উন্নয়নের সমস্ত পরিকল্পনা পেশ করা হয়।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের এই কংগ্রেস পাঁচ বছর পরে অনুষ্ঠিত হলো।কংগ্রেসের শুরুর দিন কিম জং উন এক বিরল স্বীকারোক্তি করেন। তিনি বলেন, ২০১৬ সালে যে অর্থনৈতিক লক্ষ্য সামনে রাখা হয়েছিল, অধিকাংশ ক্ষেত্রেই তা পূরণ করা যায়নি। যা দুঃখজনক এবং এই ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ টিআরপি কেলেঙ্কারিতে নতুন মাত্রা! সোশ্যাল মিডিয়ায় ফাঁস গোপন হোয়াটসঅ্যাপে চ্যাটের স্ক্রিনশট

বৃহস্পতিবার রাতে রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কোয়ারে কুচকাওয়াজের শেষে একের পর এক বিশ্বের সবথেকে শক্তিশালী অস্ত্র, সাবমেরিন থেকে উৎক্ষেপণ যোগ্য ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র প্রদর্শনী আয়োজিত হয় আদতে যা রেভুল্যুশনারী আর্মড ফোর্সের শক্তি প্রদর্শন করে।

আরও পড়ুনঃ মন্দির রক্ষায় ব্যর্থ, পাকিস্তানে চাকরি খোয়ালেন ১২ পুলিশকর্মী

কুচকাওয়াজের সময় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে চামড়ার তৈরি কালো কোট ও মাথায় টুপি এবং হাতে গ্লাভস পরা অবস্থায় দেখা গিয়েছে। অনুষ্ঠানে তাঁকে হাত নাড়াতেও দেখা যায়। উত্তর কোরিয়ার সরকারী গণমাধ্যমের খবরে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের যে লেবেলযুক্ত করা হয় তাতে লেখা ছিল পুকগুকসং-৫ যেটা গত অক্টোবরে সামরিক প্যারেডে প্রদর্শন করা পুকগুকসং-৪ উন্নততর ভার্সন।

ক্যালিফোর্নিয়ার জেমস মার্টিন সেন্টারের গবেষক মিশেল ডুইটসম্যান বলেন, নতুন ক্ষেপণাস্ত্র দেখতে স্পষ্টত অধিকতর লম্বা। দক্ষিণ কোরিয়ার ইভা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লিফ এরিক ইজলে ওই প্যারেডকে উত্তেজনার উদ্দেশ্যে মনে করলেও দক্ষিণ কোরিয়ার জন্য সেটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here