নিজস্ব সংবাদদাতা,দাসপুরঃ
ক্রমেই আর পাঁচটা নিউজ পোর্টালের থেকে নিজেকে আলাদা করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য জনগনের স্বার্থে নিউজফ্রন্ট যে ক্রমশ দৃঢ়তা পাচ্ছে তার প্রমাণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই মিলতে শুরু করেছে।
আমাদের খবরের জেরে,রাস্তার দুই ধারে বেআইনি ইমারতি দ্রব্য দ্রুত সরিয়ে নিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল দাসপুরের চাঁইপাট গ্রামপঞ্চায়েত৷গত সপ্তাহে চাঁইপাট থেকে রাস্তার দুই ধারে বেআইনি ইমারতি দ্রব্যের রমরমা ব্যবসার চিত্র তুলে ধরেছিল খবরে প্রকাশ করেছিল আমাদের প্রতিনিধি৷
সে খবরে টনক নড়েছে স্থানীয় প্রশাসনের।প্রশাসন বুঝেছে সত্যিই রাস্তা ঘিরে ইমারতি দ্রব্যের ব্যবসার জেরে ক্রমশ মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে নিত্যযাত্রীদের।তারই জেরে চাঁইপাট গ্রাম পঞ্চায়েত এক বিজ্ঞপ্তি জারি করেছে।
তাতে ২৫ ডিসেম্বরের মধ্যে ওই রাস্তার উপর থেকে সমস্ত মালপত্র সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ রাস্তা জুড়ে ইমারতি দ্রব্য,হোঁচট খাচ্ছে পথচারী থেকে স্কুলমুখী কন্যাশ্রী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584