নিজস্ব সংবাদদাতা,নিউজফ্রন্টঃ
গত ৭ই নভেম্বর থেকে শুরু হয়েছিল c.p.i(m)এর নভেম্বর বিপ্লব শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির।দঃদিনাজপুর জেলার C.P.I(M)র প্রায় প্রতিটি পার্টি অফিসেই সংগঠনের পতাকা উত্তোলন হয়।
প্রতিটি এরিয়া কমিটির অফিস ১০০টি লাল পতাকায় মুড়ে ফেলেন দলের কর্মীরা।
গত দশ দিন ধরে প্রতিটি শাখায় C.P.I(M) কর্মীদের ‘গণশক্তি’ পত্রিকা বিলি চোখে পড়েছে।কর্মীদের তরফে জানা যায় এই পত্রিকা বিলির প্রধান উদ্দেশ্যই হলো নভেম্বর বিপ্লবের বার্তা আরও মানুষের মধ্যে নিয়ে যাওয়া এবং রাজ্য-দেশের শাসক শ্রেণীর তরফে সাধারণ মানুষের উপর যেভাবে স্বৈরাচারী আক্রমণ নেমে এসেছে তারই প্রচার স্বরূপ এইভাবে পত্রিকা বিলির কর্মসূচি।
কর্মসূচির অঙ্গ হিসেবে গত মঙ্গলবার বালুরঘাটে হয় এক বর্ণাঢ্য মিছিল।
নভেম্বর বিপ্লবের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে দশ দিন ধরে বিভিন্ন কর্মসূচির শেষদিনে আজ গঙ্গারামপুরের রবীন্দ্রভবনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা হিসেবে ছিলেন রাজ্য নেতা অঞ্জন বেরা।
সভাপতিত্ব করেন জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস।এছাড়াও বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য মানবেশ চৌধূরী।গোটা রবীন্দ্র ভবন ছিল কানায় কানায় পূর্ণ।
অঞ্জন বেরা আলোচনায় বলেন দঃদিনাজপুর আসলে তেভাগা আন্দোলনের ইতিহাস এবং ঐতিহ্য বহন করে।তাই নভেম্বর বিপ্লবের প্রাসঙ্গিকতা এবং যৌক্তিকতা এই জেলার মানুষ উনার থেকে আরও ভালো বুঝবেন।
এই সময়ের দাবি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে সমস্ত শ্রমজীবী মানুষদের ঐক্যকে মজবুত কযতে হবে।তিনি আরও জানান কিছু মানুষ শ্রমজীবী মানুষদের ঐক্যকে ভাঙার জন্য বিভেদের রাজণীতি আমদানি করেছেন।
আলোচনা সভা শেষে ঐ ভবনেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
কিছুদিন আগেই B.P.M.Oর জাঠা কর্মসূচি এবং নভেম্বর বিপ্লবের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে গত দশ দিন ধরে বিভিন্ন কর্মসূচি সমস্তটাই সফলতার সাথে সম্পন্ন হতেই C.P.I(M) নেতৃত্ব আগামী পঞ্চায়েত ভোটের আগে বাড়তি অক্সিজেন নিয়ে কোমড়বেঁধে এলাকায় নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584