ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ঝাড়খণ্ডের বিচারক উত্তম আনন্দের মৃত্যুর তদন্তে সিবিআই, গঠন করা হলো ২০ সদস্যের বিশেষ তদন্তকারী দল। জানা গিয়েছে কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরির বিশেষজ্ঞদের নিয়ে অবিলম্বে ধানবাদে যাচ্ছেন এই বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর, তাঁরা ঝাড়খণ্ড পুলিশের থেকে মামলার বিভিন্ন নথিপত্র ও প্রমাণ সংগ্রহ করবেন। পাশাপাশি, সন্দেহভাজন এবং ধৃতদের জেরাও করবেন তাঁরা।
জুলাই মাসের শেষদিকে ভোর পাঁচটা নাগাদ ধানবাদের একটি ফাঁকা রাস্তায় প্রাতঃভ্রমণের সময় একটি গাড়ি ধাক্কায় মৃত্যু হয় অ্যা়ডিশনাল ডিস্ট্রিক্ট জজ উত্তম আনন্দের। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিচারক আনন্দের মৃত্যুকে প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে অনুমান করা হয় কিন্তু সিসিটিভি ফুটেজ সামনে আসতেই তদন্তের মোড় ঘুরে যায়।
সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারী আধিকারিকদের সন্দেহ হয় যে ইচ্ছাকৃতভাবে বিচারককে ধাক্কা মারা হয়েছে। উল্লেখ্য, ধানবাদ টাউনের মাফিয়া সংক্রান্ত একাধিক মামলার দায়িত্বে ছিলেন বিচারক উত্তম আনন্দ ও সম্প্রতি দু’জন গ্যাংস্টারের জামিনের আর্জিও খারিজ করে দিয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ এখনই বাস্তবায়ন নয় নাগরিকত্ব আইন, ২০২২ সাল পর্যন্ত সময় নিল কেন্দ্র
এই ঘটনায় লখন বর্মা এবং রাহুল বর্মা নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। যারা সেই চুরি করা গাড়ি চালাচ্ছিল। জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রায় ২৫০ জনকে। এরমধ্যে শনিবার এই ঘটনায় সিবিআই তদন্তের প্রস্তাব দেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রের কর্মীবর্গ দফতরের বিজ্ঞপ্তি প্রকাশের পর ঝাড়খণ্ড পুলিশের দায়ের করা এফআইআরের পর আবারও নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে সাংবাদিককে আটকে রেখে ২ ঘন্টা ধরে মারধর- নির্যাতনের অভিযোগ
বিচারক উত্তম আনন্দের মৃত্যুর ঘটনায় সুপ্রীম কোর্টের তরফেও সমালোচনা করা হয়। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় এই ঘটনাকে সরাসরি বিচার ব্যবস্থার ওপর আক্রমণ বলে আখ্যা দিয়েছিলেন। প্রধান বিচারপতি এন ভি রমান্নাও এই ঘটনায় যোগাযোগ রেখেছেন ঝাড়খন্ড হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584