ওয়েবডেস্কঃ
এবার কন্যার মৃতদেহ বস্তাবন্দী করে হাঁটলেন পিতা। লজ্জার চেহারা আবার বেরিয়ে এলো।বাবা নিজেই তার বস্তাবন্দি কন্যার মৃতদেহ নিয়ে ৮ কিলোমিটার হেঁটে ময়নাতদন্তের জন্য পৌঁছালেন হাসপাতালে। ঘটনাস্থল সেই ওড়িশার গজপতি জেলা।
ঘূর্ণিঝড় তিতলির কবলে পড়ে ওড়িশার গজপতি জেলার আতঙ্কপুর গ্রামের মুকুন্দ দোরার ৭ বছরের কন্যা ববিতা গত ১১ অক্টোবর নিখোঁজ হয়। স্থানীয় সূত্রে জানা যায় যে ধসে চাপা পড়ে মৃত্যু হয় ছোট্ট শিশুর। গত বুধবার তার মৃতদেহ আবিস্কার হয় একটি নালায়।
মৃতদেহ পাওয়ার খবর পেয়ে হাজির হয় পুলিশ।পুলিশ এসে মৃতদেহের ছবি তুলে মুকুন্দকে বলে যে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ভবানীপাটনা হাসপাতালে নিয়ে যেতে হবে। মৃতদেহ নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা না করে নির্দেশ দিয়েই চলে যায় পুলিশ।গরীব মুকুন্দ টাকা না থাকায় কোন গাড়ি ভাড়ার ব্যবস্থা করতে পারেনি। অবশেষে নিজেই কন্যার মৃতদেহ বস্তাবন্দি করে হাঁটতে শুরু করে।তাই কন্যার মৃতদেহ কাঁধে নিয়ে ৮ কিলোমিটার হেটে হাসপাতালে যেতে হলো বাবা মুকুন্দ দোরাকে।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে ওড়িশায় প্রায় একই রকম ঘটনায় স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে স্বামীকে ১০ কিলোমিটার হাঁটতে হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584