নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মানুষে মানুষে বিভেদ সৃষ্টিকারী সিএএ-এনআরসি’র বিরুদ্ধে এবং দেশজোড়া বিক্ষোভ আন্দোলনের উপর পুলিশ-প্যারামিলিটারি অত্যাচারের প্রতিবাদে আজ বহরমপুর শহরে টেক্সটাইল কলেজ মোড়ে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিবাদ সংগঠিত হয়।
সভায় গান আবৃত্তি বক্তৃতা সহ ছাত্র-ছাত্রীরা নিজেরা পোস্টার লিখে ও কার্টুন এঁকে তাদের প্রাতিবাদ জানান।
একই সাথে সকলকে পড়ানো হয় সম্প্রীতির রাখি। সভার দুই ধারে ছাত্র-ছাত্রীরা জ্বালিয়ে রাখে মশাল, যা সভার শোভা বৃদ্ধি করে।
এই প্রতিবাদ সভা থেকে কানু মন্ডল ও জিন্নাত রেহেনাকে যুগ্ম সম্পাদক এবং সৌমজিৎ চক্রবর্তী ও বর্ণিতা প্রামাণিককে যুগ্ন সভাপতি করে ‘সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র কমিটি’ গঠিত হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584