পিয়ালী দাস,বীরভূমঃ
উন্মত্ত হুনুমানের জ্বালাতনে স্তব্ধ জনজীবন।লোকপুর থানার অন্তর্গত দশ বারোটি গ্রাম প্রায় গৃহবন্দি। বন্ধের মুখে ছাত্রছাত্রীদের পড়াশোনা ।গ্রামের বাইরে তো দূরে থাক বাড়ির বাইরে পা রাখতেই ভয় করছে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ ।হুনুমানের কামড়ে আহত প্রায় পঞ্চাশ ষাট জন ব্যক্তি । অবস্থা এতটাই ভয়াবহ যে,কাউকে সিউড়ি তো কাউকে বর্ধমান, কাউকে আবার কোলকাতার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দোকানপাট বন্ধ জনশূন্য গ্রাম ।স্কুল খোলা থাকলেও ছাত্রছাত্রী নেই বললেই চলে। গ্রামেরই ছেলেরা কমিটি তৈরি করে লাগাতার গ্রাম পাহারায় নেমেছে। দিনরাত্রি চলছে গ্রাম পাহারা। পরিস্থিতির ওপর নজর রেখে স্থানীয় হাসপাতালে পাহারা চালাচ্ছে গ্রামবাসীরা ,যাতে নতুন করে হাসপাতালে মধ্যে ঢুকে তাণ্ডব না চালাতে পারে এই হুনুমান।
কিন্তু কোথা থেকে এলো এই হুনুমান? উত্তর নেই কারো কাছে ।সপ্তাহ খানেক আগে সন্ধাবেলায় হঠাৎই একজন ব্যক্তিকে আঁচড় কাটে এই হুনুমান ।তারপর থেকেই লাগাতার বেড়েই চলেছে হুনুমানের উৎপাত। ঘন্টায় ঘন্টায় বেড়ে চলেছে আহতের সংখ্যা ।উদাসীন প্রশাসন ।স্থানীয় লোকজনদের মতে প্রশাসনের তরফ থেকে অবশ্য একটা খাঁচা দিয়ে পাঠানো হয়েছে কিন্তু সেটাই যথেষ্ট নয় এই হুনুমানকে ধরতে ।উন্নতমানের পরিষেবার দাবী গ্রামবাসীদের। গ্রামবাসীদের মতে প্রশাসন যদি অবিলম্বে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে যতদিন না এই হুনুমান গ্রামছাড়া হচ্ছে ততদিনের জন্য গ্রাম ছাড়তে বাধ্য হবেন তারা।
বাড়ির মধ্যে কোণঠাসা মহিলারা জানাচ্ছে বাড়ির বাইরে বের হতে পারছি না, খাবারের জল টুকু আনতে পারছি না । এই করে বাঁচবো কিভাবে, না খেয়ে কতদিনই বা চলবে। গৃহবন্দী অবস্থায় থেকে প্রশাসনের ওপর দিন দিন বেড়েই চলেছে ক্ষোভের পরিমান ।অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছে গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584