দেশের ভালোর জন্য এনআরসি-সিটিজিনেশিপ অ্যামেন্ডমেন্ট বিল,কোচবিহারের সভায় মোদী

0
53

মনিরুল হক,কোচবিহারঃ

আগামী ১১এপ্রিল প্রথম দফার ভোট।সেই দিন ভোট রয়েছে রাজ্যের কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে।রাজ্যের এই দুই কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে জোর কদমে প্রচার শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল।

NRC-Citizenship Amendment Bill for the betterment of the country
কোচবিহারের সভায় মোদী।নিজস্ব চিত্র

শেষদিকে প্রচারকে তুঙ্গে নিয়ে যেতে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি হাইপ্রোফাইল সভা করার উদ্যোগ নিয়েছে। ৭ এপ্রিল কোচবিহার রাসমেলা মাঠে সভা করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।আর তারপরের দিন অর্থাৎ ৮ এপ্রিল ওই মাঠেই সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

NRC-Citizenship Amendment Bill for the betterment of the country
নিজস্ব চিত্র

রবিবার কোচবিহারের সভা মঞ্চ থেকে চাকরি থেকে,ভোট ব্যাংকের রাজনীতি,হিংসা থেকে উন্নয়নে বাধা,তৃণমূল কংগ্রেসকে একের পর এক ইস্যু নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন মোদী৷ পাশাপাশি কোচবিহারের জনগণকে তৃণমূল সরকারকে উৎখাত করে বাংলা তথা দিল্লিতে বিজেপিকে সমর্থনের জন্য আহ্বান জানান তিনি৷
রাসমেলার মাঠ থেকে বক্তব্য পেশ করতে গিয়ে মমতার সরকারকে বিঁধতে গিয়ে তুলে আনলেন ত্রিপুরায় বামেদের শাসনের কথাও৷মোদী বলেন,“ত্রিপুরাতে অরাজকতা চালিয়েছে বামফ্রন্ট৷রাজ্যেও একই কাজ করে চলেছেন দিদি৷ত্রিপুরার মানুষ দীর্ঘদিন ধরে তা সহ্য করেছে৷তারা পরিবর্তন চেয়েছিল মনে মনে, আর তার জন্য মুখ বুজে অপেক্ষাও করেছে৷আর যখনই সেই সময় এসেছে তারা বদলে দিয়েছে পরিস্থিতি৷তাঁরা ত্রিপুরার দায়িত্ব দিয়েছে গেরুয়া শিবিরকে৷আমরা ত্রিপুরায় বামেদের মডেল গ্রহণ করিনি৷ জোর দিয়েছি উন্নয়নের ওপর৷ত্রিপুরায় বামেদের এই মডেলই এবার এই রাজ্যে অনুসরণ করছেন দিদি৷”
সারদা-নারদায় রাজ্যকে জর্জরিত করেছেন৷দেশের ভালোর জন্য এনআরসি-সিটিজিনেশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসেছে বিজেপি৷কিন্তু দিদি সেখানেও স্পিডব্রেকারের কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।এদিন তিনি আরও বলেন,“২০২২-এর মধ্যে প্রত্যেকের কাছে নিজেদের পাকা বাড়ি হোক, এটা আমার স্বপ্ন৷এর জন্য পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ১৩ লক্ষ বাড়ি তৈরী করেছে এই চৌকিদার।কিন্তু দিদি সেই কাজে স্পিডব্রেকার হয়ে দাঁড়িয়ে রয়েছে৷আর তাই অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত৷তাই দিদিকে উচিত শিক্ষা দিতে পশ্চিমবঙ্গে পদ্ম বেশি সংখ্যায় ফোটাতে হবে৷ দিল্লিতে আপনাদের আওয়াজ পৌঁছতে এই কাজ করতে হবে৷ দিদিকে আপনাদের ভালোর জন্য মাথা নোওয়াতেই হবে৷”
এদিন ওই সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন,“দিদির আসল চেহারা বিশ্বের সামনে নিয়ে আসা জরুরি৷কিন্তু দিদি রাজ্যের সংস্কৃতি,গৌরব, নাগরিকদের জীবন ধ্বংস করার চেষ্টায়৷কেন রাজ্যে সপ্তম বেতন কমিশন লাগু হচ্ছে না,তার কারণ কী দিদি বলেছে আপনাদের ?

আরও পড়ুনঃ ‘নো সিকিউরিটি,নো ডিউটি’ স্লোগান তুলে ডায়মন্ড হারবারে বিক্ষোভ ভোটকর্মীদের

কেন পরীক্ষায় পাশ করেও চাকরি পাচ্ছে না যুবক-যুবতীরা? কেন চা-বাগানে সমস্যা? এসবের উত্তর কী দিদি দিয়েছে?”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here