প্রতিবাদসভার পাশাপাশি বৈঠকের তোড়জোড় দুর্গাপুরে

0
49

সুদীপ পাল, বর্ধমানঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে একদিকে প্রতিবাদে নেমেছেন রাজ্যের শাসকদলের কর্মী-সমর্থকরা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের জোর তৎপরতা শুরু হল দুর্গাপুরে।

Procession | newsfront.co
দুর্গাপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পোশাক খুলে মিছিল, দিনহাটায় বিক্ষোভ ডেপুটেশন টিএমসিপি-র

দুর্গাপুরের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু পরে তা বুধবার বিকেলে করার সিদ্ধান্ত হয়েছে। সিটিসেন্টার চত্বর জুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে বুধবার বাঁকুড়া থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে দুর্গাপুর আসবেন।

পৌঁছানোর পরে বৈঠকের আগে ভিড়িঙ্গি এলাকায় পদযাত্রা করতে পারেন মুখ্যমন্ত্রী। বৈঠকে জেলা থেকে প্রশাসনিক সব স্তরের আধিকারিকরা থাকার পাশাপাশি জনপ্রতিনিধিদেরও থাকার কথা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here