নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কেশপুরের মুগবসানে গ্রামবাসীর উদ্যোগে আজ কেন্দ্রীয় সরকারের অসাংবিধানিক নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি-র বিরুদ্ধে মুগবসান বাজার ও বাজুয়ারার চকে এক বিশাল মিছিল হয় । এদিন মিছিলে হিন্দু, মুসলিম, আদিবাসী, দলিত সর্বধর্মের মানুষের মিলন দেখা যায়। কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে ধর্মীয়ভাবে মানুষকে বিভাজন করতে চাইছে, সেই বিভাজন রুখতেই আজকের এই মিছিল বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা যায়।
আরও পড়ুনঃসিএএ-র সমর্থনে দিলীপ ঘোষের নেতৃত্বে বাঁকুড়ায় মিছিল
পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার মানুষ এই মিছিলে পা মেলায়। মুগবসান যে সর্বধর্মের মিলনক্ষেত্র তা এই মিছিল থেকে পরিস্ফুট হয়ে উঠে। ধর্মীয়ভাবে মানুষকে বিভাজন করতে দেব না, এনআরসি মানছি না মানব না, সেভ কনস্টিটিউশন ইত্যাদি শ্লোগানে মুখরিত হয়েউঠে মিছিল। ছোট এক পথসভার মাধ্যমে মিছিলের পরিসমাপ্তির ঘটে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584