টরন্টো থেকে মেলবোর্ন কৃষক আন্দোলনকে সংহতি জ্ঞাপন

0
111

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবীতে কৃষক বিদ্রোহের সমর্থনে টরন্টো থেকে মেলবোর্নে বিক্ষোভে শামিল প্রবাসী ভারতীয়রা। বিক্ষোভ শুধু দেশে নয়, আঁচ পৌঁছেছে বিদেশেও, আন্তর্জাতিক মহলে মুখ পুড়ছে ভারতের।

NRI protest | newsfront.co

ভারতের কৃষক বিদ্রোহকে সমর্থন করে গতকাল প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডোর মন্তব্যের পর আন্তর্জাতিক মহল নড়েচড়ে উঠেছে। প্রবাসী ভারতীয়রাও কৃষক আন্দোলনকে সংহতি জানাচ্ছেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে।

কানাডার টরন্টোতে কিষাণ মহামিছিলের ডাক দেন প্রবাসী ভারতীয়রা। ভারতীয় দূতাবাস পর্যন্ত যায় সেই মিছিল। বিক্ষোভের আঁচ পৌঁছেছে অস্ট্রেলিয়াতেও, মেলবোর্নে একাধিক বৈঠক করেছেন প্রবাসী ভারতীয়রা। কৃষকদের পাশে দাঁড়াতে আগামী ৫ ডিসেম্বর তাঁরা একটি গাড়ি মিছিলের আয়োজন করেছেন।

আরও পড়ুনঃ কাটল না জট! আইন রেখে সমস্যা সমাধানের আশ্বাস, মানতে নারাজ কৃষকরা

মেলবোর্নে বসবাসকারী পেশায় ফিটনেস ট্রেনার এক প্রবাসী ভারতীয় সর্ব গিল জানিয়েছেন, প্রবাসী ভারতীয়রা ভারতের কৃষক-মজদুরদের জন্য ব্যথিত। পেশার কারণে বিদেশে থাকলেও তাঁদের শিকড় এখনও ভারতে। আর সেখানে কৃষক ভাই-বোনদের এমন দুঃখ-দুর্দশা তাঁদের কাছে যন্ত্রণার।

দিল্লির এই প্রবল ঠান্ডায় কৃষকদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন তাঁরা এবং এই আন্দোলনে প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাঁদের। সেখানকার সাংসদদের চিঠি লিখে পার্লামেন্টে বিষয়টি উত্থাপন করতেও অনুরোধ করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ ভারতে কৃষক আন্দোলনকে সমর্থন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর

সর্ব গিল আরও বলেন , আজ, ক্যানবেরায় ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে ম্যাচে দর্শকদের মধ্যে ২০-৩০ জন প্রবাসী ভারতীয় কৃষকদের সমর্থনে পোস্টার-ব্যানার নিয়ে গেছেন। ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে তাঁদের বার্তা থাকবে, যাঁরা এখনও নিজের দেশের কৃষকদের আন্দোলন নিয়ে একটা শব্দও উচ্চারণ করেননি, লক্ষ লক্ষ মানুষ তাঁদের ফলোয়ার তাঁরা যাতে এবার প্রতিবাদী কৃষকদের পাশে দাঁড়ান। নাহলে বুঝতে হবে তাঁরা নিজের দেশের মানুষের কথাই ভাবেন না, সামাজিক দায়বদ্ধতা প্রত্যেকটি মানুষের থাকা উচিত।

কৃষক বিদ্রোহ ইস্যুতে, গত ২৮ নভেম্বর ভিক্টোরিয়ার বাবা বিধি চন্দ গুরুদোয়ারা সাহিব পাকানুমে প্রায় ৩০০ প্রবাসী ভারতীয় সমবেত হয়ে বিজেপি সাংসদ সানি দেওলও তাঁর পরিবারকে সম্পূর্ণ বয়কট করার সিদ্ধান্ত নেন, জনপ্রিয় পাঞ্জাবি লোকশিল্পী গুরদাস মানকেও তাঁরা কটাক্ষ করেছেন সরকারের বিরুদ্ধে কোনও প্রতিবাদ না করার জন্য, কৃষক আন্দোলনের পাশে না থাকার জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here