শিলদা কলেজে এন এস এস এর বিশেষ শীতকালীন শিবির

0
123

নিজস্ব সংবাদদাতা,শিলদা:

শিলদা চন্দ্রশেখর কলেজের জাতীয় সেবা প্রকল্পের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে সাত দিনের একটি বিশেষ শীতকালীন শিবির। শনিবার এই শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলদা কলেজের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার অধ্যাপক ডঃ সুশান্ত দে ও অধ্যাপক ফটিকচন্দ্র অধিকারী ও সমস্ত এন এস এস ভলেন্টিয়াররা।এই শিবিরের উদ্বোধন করেন শিলদা কলেজের এন এস এস- এর প্রোগ্রাম অফিসার ডঃ সুশান্ত দে।প্রোগ্রাম অফিসার অধ্যাপক ফটিক চন্দ্র অধিকারী, এই শীতকালীন শিবির টি সম্পর্কে এক মূল্যবান বক্তব্য রাখেন এবং এই সাত দিনের শিবিরের কর্মসূচি বিষয়ে আলোচনা করেন। ডঃ সুশান্ত দে তার মূল্যবান বক্তব্যে,এন এস এস এর স্বেচ্ছাসেবকদের কর্তব্যের কথা ও সাত দিনের শীতকালীন শিবিরের কর্মসূচি গুলির ব্যাপারেও তিনি বিস্তারিতভাবে আলোকপাত করেন। এই কর্মসূচির মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক প্রচার এবং কলেজের থেকে দত্তক নেওয়া দুটি গ্রাম মাটিহানা ও শিমুল ডাঙ্গাতে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ কিছু কর্মসূচি।

উদ্বোধনী অনুষ্ঠানে এন .এস.এস স্বেচ্ছাসেবক অভিষেক মল্লিক, প্রিয়া রায়, মধুমিতা মন্ডল প্রমুখ এন এস এস সম্পর্কে বক্তব্য রাখেন । উদ্বোধনী সভার শেষে একটা সাফাই অভিযানের মধ্য দিয়ে প্রথম দিনের সমাপ্তি ঘোষণা হয় । আগামী শুক্রবার শংসাপত্র প্রদানের মধ্য দিয়ে শিবিরের সমাপ্তি হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here