প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
করোনা আবহে আরো এক মানবিকতার পরিচয় দিলেন নার্স, স্বাস্থ্যকর্মীরা। মানসিক ভারসাম্যহীন মায়ের অনাথ শিশুকন্যার অন্নপ্রাশনের ব্যবস্থা করলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মীরা। অনাথ শিশুকন্যার আপাতত ভরণপোষণের দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী।

বুধবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে ছ’মাস বয়সের ওই শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠানকে ঘিরে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা উচ্ছ্বাস ও আনন্দে মেতে ওঠে। ফুলের মালায় ওয়ার্ড সাজিয়ে তোলার পাশাপাশি শিশুকন্যাটিকে নতুন জামাকাপড় ও টোপর পড়িয়ে চন্দনের ফোঁটায় সাজিয়ে ভালো রান্না করে অন্নপ্রাশন দিলেন স্বাস্থ্যকর্মীরা। ধান দূর্বা দিয়ে শিশুর মঙ্গল কামনায় আশীর্বাদও করলেন নার্স দিদি ও হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা।
আরও পড়ুনঃ লকডাউন মেনেই চার হাত এক
জানা গিয়েছে, প্রায় বছর খানেক আগে রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ভবঘুরে এক মানসিক ভারসাম্যহীন সন্তানসম্ভবা মহিলাকে রাস্তা থেকে তুলে এনে ভর্তি করালে তিনি হাসপাতালেই এককন্যা সন্তানের জন্ম দেন। নার্সরা শিশুটির নাম রাখেন ‘পূজা’।
মা-এর চিকিৎসা চলছে হাসপাতালের মানসিক ওয়ার্ডে। শিশুকন্যাটির ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা ভাবনা করে ইতিমধ্যেই জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এলেই পুজাকে তুলে দেওয়া হবে চাইল্ড ওয়েলফেয়ারের হাতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584