জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
কান্দির জীবন্তির মহলন্দী ২ পঞ্চায়েতের ব্যবস্থাপনায় গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য সামগ্রী এবং কন্যাশ্রী যোদ্ধাদের সম্মান প্রদান করা হল আজ সোমবার বিকেলে।
কান্দির বিধায়ক অপূর্ব সরকারের নির্দেশে গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার প্রদান করা হলো যাতে তারা সুস্থ-স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করতে পারে। সেই সঙ্গে এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে যে সমস্ত কিশোরীরা এগিয়ে এসে বাল্যবিবাহ প্রতিরোধ করে এরকম ১০০ জন কিশোরীকে মোমেন্টো দিয়ে সম্মান প্রদান করা হয় এদিন।
আরও পড়ুনঃ সন্তান দেখভালের ক্ষেত্রে সৎ মা নিরাপদ নয়! অধিকার স্বত্বে এমনই রায় দিল হাইকোর্ট
অপূর্ব সরকার ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাধিপতি কাকলী রাজবংশী, সহকারী সভাপতি পার্থ প্রতীম সরকার, পঞ্চায়েত প্রধান হামিদা বিবি, CINI পক্ষ থেকে সুবীর মন্ডল থেকে মোহাম্মদ কিরণ সহ অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584