অপুষ্টি তাড়াতে পৌষ্টিক লাড্ডু

0
139

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

nutritious laddu to chase malnutrition
পৌষ্টিক লাড্ডু তৈরি হচ্ছে। নিজস্ব চিত্র

দিন দিন রাজ্যে অপুষ্টি জনিত রোগে ভোগা বাচ্চাদের সংখ্যা বাড়ছে।পশ্চিমবঙ্গ সরকারের নবতম উদ্যোগ পৌষ্টিক লাড্ডু সরবরাহ।অপুষ্টিতে ভোগা অঙ্গনওয়াড়ি ছাত্র-ছাত্রীদের পৌষ্টিক লাড্ডু বিতরণ করা হলো পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।ব্লকের স্ব সহায়ক দল পরিণীতা সংঘ দায়িত্বের সঙ্গে এই কাজটি করছে।ছোলা,বাদাম,এলাচ এবং চিনি গুঁড়ো মিশিয়ে তৈরি পৌষ্টিক পাউডার।কাঁচামাল পরিবহন থেকে সমস্ত কিছু পরিচালিত হয় সিডিপিওর দপ্তর থেকে।এই পৌষ্টিক লাড্ডু নারায়ণগড় ব্লক সহ পশ্চিম মেদিনীপুর জেলার ১০টি ব্লকে সরবরাহ করে পরিণীতা সংঘের মেয়েরা।প্রসঙ্গত নারায়ণগড় ব্লকে পৌষ্টিক লাড্ডু সরবরাহের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক জেলার দশটি ব্লকে এই পৌষ্টিক লাড্ডু সরবরাহের দায়িত্ব দেন পরিনীতা সংঘকে।

nutritious laddu to chase malnutrition 2
কচিকাঁচাদের মুখে পৌষ্টিক লাড্ডু তুলে দেওয়া হচ্ছে। নিজস্ব চিত্র

পরিণীতা সংঘের সভানেত্রী প্রতিভা জানা জানিয়েছেন,”নারায়ণগড় ব্লকের পাশাপাশি মোহনপুর,দাঁতন,কেশিয়াড়ি ব্লকে লাড্ডু সরবরাহ করতো পরিণীতা সংঘের মেয়েরা।”তারপর থেকে বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার দশটি ব্লকের সরবরাহ করা হচ্ছে এই পৌষ্টিক লাড্ডু।মূলত অপুষ্টিতে যাতে না ভোগে অঙ্গনওয়াড়ি ছাত্র ছাত্রীরা সেই উদ্দেশ্যে এই লাড্ডুর পরিবেশন।পরিণীতা সংঘের ৫ জন মেয়ে মূলত এই কাজ করেন। নারায়ণগড় সুসংহত কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী জানিয়েছেন-” মূলত অপুষ্টি বাচ্চাদের এই লাড্ডু পরিবেশন করা হয় সিডিপিও দপ্তর থেকে।আমাদের কেন্দ্রে মোট ৩ জন অপুষ্টিতে ভোগা বাচ্চাদের এই লাড্ডু পরিবেশন করা হয়।”
মিষ্টি জাতীয় এই পৌষ্টিক লাড্ডু পেয়ে খুশি বাচ্চারা।অঙ্গনওয়াড়ি কর্মীর ছাত্র সায়ন বাড়ি জানিয়েছে,”স্কুল থেকে এই মিষ্টি দিয়েছে।খুব মিষ্টি এই লাড্ডু টা।আমার খেতে খুব ভালো লাগে। “রাজ্যে দিন দিন বাড়তে থাকা অপুষ্টির শিকার বাচ্চাদের সংখ্যা চিন্তায় ফেলেছে সরকারকে।তাই পশ্চিমবঙ্গ সরকারের নবতম উদ্যোগ পৌষ্টিক লাড্ডু সরবরাহ।নারায়নগড় ব্লক সিডিপিও কুন্তল দত্ত জানিয়েছেন-“নারায়ণগড় ব্লকের পাশাপাশি মোহনপুর, দাঁতন,কেশিয়াড়ী ব্লক এ পৌষ্টিক লাড্ডু সরবরাহ করে পরিণীতা সংঘ।নারায়ণগড় ব্লকের মোট ৮০ জন ছাত্র-ছাত্রী এই অপুষ্টির শিকার।তাদের প্রায় ৯২ গ্রাম ওজনের এই পৌষ্টিক লাড্ডু খেতে দেওয়া হয় প্রতিদিন।কাঁচামাল এবং তাদের প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হয় দপ্তর থেকে।”কেন্দ্রের চাহিদা মত এই পৌষ্টিক লাড্ডু ৩০০,৫০০,১ কিলো এবং ২ কিলোর মত প্যাকেট করে সরবরাহ করা হয়।

nutritious laddu to chase malnutrition 3
নিজস্ব চিত্র

নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক কুমার সিনহা মহাপাত্র জানিয়েছেন,”নারায়ণগড় ব্লক সহ পাশের ব্লকগুলিতে পৌষ্টিক লাড্ডু সরবরাহ করছে পরিণীতা সংঘ নামক স্ব-সহায়ক দল।নারায়ণগড় ব্লকের সহায়ক দলের মেয়েরা মাশরুম প্রশিক্ষণ জুট প্রশিক্ষণ বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছে।তারপর পৌষ্টিক লাড্ডুর প্রশিক্ষণ নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় পৌষ্টিক লাড্ডু সরবরাহ করছে।”

আরও পড়ুনঃ আবারও সোয়াইন ফ্লু এর আতঙ্ক !

অপুষ্টিতে ভোগা ছাত্র-ছাত্রীদের জন্য এই বিকল্প সময় উপযোগী সুন্দর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন বিশিষ্টজনেরা ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here