সংখ্যাগরিষ্ঠ হয়েও পঞ্চায়েত গঠনে বাধা, বিক্ষোভ বিজেপি

0
60

নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ

তুফানগঞ্জ-২নং ব্লকের মহিষকুচি ১ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সহ ৯ পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করেছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।গত প্রায় ১ মাস আগেই এই গ্রাম পঞ্চায়েতের প্রধানও পদত্যাগ করেছেন।

Obstacle to the community group | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু পঞ্চায়েত আইন অনুযায়ী নতুন করে বোর্ড গঠনের কোন উদ্যোগ গ্রহন করছে না স্থানীয় ব্লক প্রশাসন।অবিলম্বে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার তুফানগঞ্জ-২ নং সমষ্টি উন্নয়ন দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী ও সমর্থকেরা।

তাদের অভিযোগ পঞ্চায়েত আইনকে লঙ্ঘন করে তুফানগঞ্জ-২ নং ব্লকের বিডিও অন্যায় কাজ করছেন।প্রধানের পদত্যাগের ১মাস হয়ে গেলেও কোন রকম নোটিশ এখনও পর্যন্ত তিনি জারী করেন নি।

Obstacle to the community group | newsfront.co
নিজস্ব চিত্র

এরফলে জন প্রতিনিধিদের শুধু অসুবিধায় পড়তে হয়েছে তা নয় গোটা গ্রাম পঞ্চায়েতেই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।এইদিন সকাল ১০ টা থেকে বিডিও অফিস ঘেরাও করে অবিলম্বে প্রধানের দায়িত্ব বণ্টনের দাবি তোলেন তাঁরা।

Obstacle to the community group | newsfront.co
সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের সামনে বিক্ষোভ।নিজস্ব চিত্র

ভারতীয় জনতা পার্টির তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযোজক উৎপল দাস বলেন, ‘জেলা প্রশাসন,প্রাক্তন প্রধান ও এই ব্লক প্রশাসনের যৌথ কারসাজীতে নতুন করে পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হচ্ছেনা।যতক্ষন পর্যন্ত বিডিও এ ব্যপারে ভূমিকা গ্রহন করবেন না ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ আন্দোলন চলবে।’

বিজেপি নেতৃত্বের দাবি, দশ আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে উপ প্রধান সহ ৯ জন বিজেপি দলে যোগদানের পর,প্রধান তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন।

আরও পড়ুনঃ পুর নির্বাচনের দাবিতে বিক্ষোভ বিজেপির

তারপরেও কেন উপ প্রধানকে প্রধানের দায়িত্ব দেওয়া হচ্ছেনা এনিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা।পঞ্চায়েত আইন অনুযায়ী প্রধান পদত্যাগ করার ১মাসের মধ্যে উপপ্রধানকে দায়িত্ব বণ্টন করতে হবে অথচ এই আইনকে লঙ্ঘন করা হচ্ছে বলে বিজেপির অভিযোগ।

এ বিষয়ে স্থানীয় বিডিও ভগীরথ হালদার বলেন, ‘ওই গ্রাম পঞ্চায়েত প্রধান গত ১১ জুন পদত্যাগ পত্র পেশ করেছেন হিসেব অনুযায়ী আজ ১মাস হবে।কিন্তু এই পদত্যাগ জেলা পর্যায়ে পাশ করাতে হয়,সেটা এখনও না হওয়ায় প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here