নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মা ক্যান্সার আক্রান্ত রোগী,বাবা স্বল্প মাইনের চা বাগানের কর্মচারী।আর্থিক সঙ্কটে দিন কাটে পরিবারটির তবুও প্রতিকুল অবস্থা কাটিয়ে অদম্য ইচ্ছা শক্তিকে পাথেয় করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৫১ নম্বর পেয়ে গোপালপুর চা বাগানের মেয়ে শিশুবাড়ি হাই স্কুলের ছাত্রী বিপাশা ওঁরাও মুখ উজ্জ্বল করল সকলের।
কলা বিভাগের ছাত্রী বিপাশার বিষয় ভিত্তিক নম্বর হল বাংলা ৯৩ ইংরেজি ৯০ ভূগোল ৯৫ দর্শন ৯০ রাষ্ট্র বিজ্ঞান ৮৩।
খুশি মত পড়াশুনা করত। সাংস্কৃতিক দিকে ও যথেষ্ট পারদর্শী সে।আবৃত্তিতে জেলা স্তরে পুরস্কৃত।রাজ্যস্তরেও করেছে প্রতিযোগিতা।
তার সাফল্যের জন্য সে স্কুল শিক্ষক এবং পরিবারের অব দানের কথা স্বীকার করে। বিপাশার ইচ্ছে ইংরেজিতে অনার্স নিয়ে পরে ভবিষ্যতে আইএএস অফিসার হয়ে দেশের সেবা করা।
আরও পড়ুনঃ আগামীতে সুদক্ষ অধ্যাপিকা হওয়ার ইচ্ছে বীথির
বাবা বুধনাথ ওঁরাও বলেন,স্ত্রী এক বছর ধরে ক্যান্সারে ভুগছে।আর্থিক অভাবের দরুন ঠিক ভাবে স্ত্রীর চিকিৎসা করাতে পারছি না। কোন সহৃদয় ব্যাক্তি বা প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়ালে স্ত্রীর চিকিৎসার পাশাপাশি মেয়ের স্বপ্নপূরন করা সম্ভব হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584