উমার ফারুক,নিউজ ফ্রন্ট,হরিশ্চন্দ্রপুর,১৮নভেম্বরঃ
কারো কোন ব্যানার ছাড়াই বেহাল রাস্তার সংস্কারের দাবিতে হরিশ্চন্দ্রপুরের সাধারণ মানুষ পথ অবরোধ করলেন।বৃহস্পতিবার এই দাবিতেই গ্রামবাসীরা মিলে বিক্ষোভ মিছিল করেন।মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের শহিদ মোড়,হাসপাতাল মোড়,বারদুয়ারী মোড়,গোলা মোড় প্রভৃতি গুরুত্বপূর্ণ মোড় গুলিতে শুক্রবার পথ অবরোধ করে যুব সমাজ।আন্দোলন কারী স্থানীয় বাসিন্দা অনুজ জৈন,সঞ্জীব রজক,আদিত্য সরকার, দুর্জয় দাস প্রমুখ জানান- হরিশ্চন্দ্রপুর কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে গোলা মোড়,বাজার এলাকা,হাসপাতাল মোড় এবং রামরায় ঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করা হয়েছে। তাঁরা আরও বলেন হরিশ্চন্দ্রপুরের জল নিকাশি ব্যবস্থা একদম খারাপ,দ্রুত সেটা ভাল করতে হবে।ভারী পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করতে হবে এবং রাস্তার উপর যেসব দোকানপাট আছে সেগুলো ও বন্ধ করারও দাবি ওঠে।রাস্তার বেহাল দশার জন্য থানা,ব্লক প্রশাসনিক ভবন,হাসপাতাল,স্কুল, কলেজে যেতে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ থেকে মুমূর্ষু রোগী এবং পড়ুয়ারা।আন্দোলন কারিদের মতে-এই সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে আছে তাই আমরা বাধ্য হয়ে পথ অবরোধ করেছি।রাস্তা সংস্কারের এই আন্দোলন কে সমর্থন জানিয়ে হরিশ্চন্দ্রপুর বাজারের ব্যবসায়ী গণ ও তাদের দোকানপাট বন্ধ রাখেন।
সকাল আটটার সময় অবরোধ কর্মসূচি শুরু হয়ে লাগাতার চলতে থাকে, এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।দুপুর গড়িয়ে গেলেও অবরোধ প্রত্যাহার করতে রাজি হননি অবরোধ কারী নাগরিক সমাজ।তাদের দাবি পূরণ করার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস বাণী দেওয়া হলেই অবরোধ প্রত্যাহার করা হবে বলে তারা জানান।এরপর অবরোধ স্থলে হাজির হন হরিশ্চন্দ্রপুর-১ব্লকের জয়েন্ট বিডিও ইন্দ্রজিৎ ভৌমিক,হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জীব বিশ্বাস এবং পিডব্লিউডি-এর আধিকারিক গণ। অবরোধ কারী নাগরিক-যুব সমাজের সঙ্গে আলোচনা করার পর প্রশাসনের পক্ষ থেকে সাতদিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস প্রদান করা হলে বেলা দুইটার পরে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবে আন্দোলন কারী দের পক্ষ থেকে জানানো হয়েছে যদি কাজ শুরু না হয় তবে তারা আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584