উড়ো চিঠিতে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি

0
76

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বাসভবনে এল এক উড়ো চিঠিতে সতর্কবার্তা। ইংরাজিতে লেখা সেই চিঠিতে এক অজ্ঞাতপরিচয় কোন ব্যক্তি ‘যে কোন সময় খুন হয়ে যেতে পারেন’ বলে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রীকে।

naveen patnaik | newsfront.co
নবীন পট্টনায়ক। ফাইল চিত্র

ওই চিঠিতে দাবি করা হয়েছে যে, মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা, এই চক্রান্তের মূল পাণ্ডা মুখ্যমন্ত্রীকে খুনের জন্য সুপারিকিলার নিয়োগ করেছে। চিঠির ব্যাপারে ইতিমধ্যেই ওড়িশার পুলিশ তদন্ত শুরু করেছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভুবনেশ্বরে মুখ্যমন্ত্রীর বাসভবন ‘নবীন নিবাস’।

আরও পড়ুনঃ গোদের উপর বিষফোঁড়া নয়া স্ট্রেন! জাপানে জারি জরুরি অবস্থা

বৃহস্পতিবার এ বিষয়ে ওড়িশার প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে, চলতি মাসের ৫ তারিখ ওই চিঠি পাওয়ার পরেই, ওড়িশার বিশেষ স্বরাষ্ট্রসচিব ড. সন্তোষ বালা পুলিশ ও গোয়েন্দা বিভাগের ডিজি এবং ভুবনেশ্বরের পুলিশ কমিশনারকে এই বিষয়ে পূর্ণতদন্তের নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর অফিস সূত্রে জানা গিয়েছে, চিঠিতে প্রেরক লিখেছেন, মুখ্যমন্ত্রীকে খুনের উদ্দেশ্যে ইতিমধ্যেই ষড়যন্ত্রকারীরা কন্ট্র্যাক্ট কিলার নিয়োগ করেছে। তারা সর্বক্ষণ অত্যাধুনিক একে-৪৭ এবং সেমি অটোমেটিক পিস্তল নিয়ে মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখছে। কিন্তু নাগপুরে থাকা ব্যক্তি সম্পর্কে আর বেশি কিছু জানা যায়নি ওই চিঠি থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here