আইকোর চিটফান্ড মামলায় সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টের

0
72

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল ওড়িশা হাইকোর্ট। ২০১৮ সালের ২০শে ডিসেম্বর আইকোর চিটফান্ড মামলায় প্রবীণ সাংবাদিক তথা এক বাংলা সংবাদপত্রের সম্পাদক সুমন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই।

sumon chatterjee | newsfront.co
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

অভিযোগ, সারদা গ্রুপের দুটি কোম্পানির সঙ্গে যুক্ত হন সুমন চট্টোপাধ্যায় ও তার সংস্থা। এরপর সারদা গ্রুপের ৪ কোটি ৫৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় সুমন চট্টোপাধ্যায়ের সংস্থা, এমনই অভিযোগ ওঠে। যদিও পরে সাড়ে তিন কোটি টাকা ফিরিয়ে দিয়েছিল সুমন চট্টোপাধ্যায়। তবে বাকি ১ কোটি ৪ লক্ষ টাকা এখনও ফেরত দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ ‘অক্সিজেনের অভাবে মৃত্যু হয়নি রোগীদের’, মকড্রিল তদন্তে হাসপাতালকে ক্লিনচিট যোগী সরকারের

ওড়িশা হাইকোর্টের বিচারক শত্রুঘ্ন পূজারী জানান, সুমন চট্টোপাধ্যায় একজন প্রভাবশালী সাংবাদিক, রাজনৈতিক মহলেও তার যোগাযোগ রয়েছে। তাই আইকোর চিটফান্ড মামলার বিষয়টিতে তাকে হেফাজতে নিয়ে তদন্ত করা প্রয়োজন।

আরও পড়ুনঃ জামিন বহাল, দিল্লি হাইকোর্টের রায় ব্যবহার করা যাবে না অন্য আদালতেঃ সুপ্রিম কোর্ট

এর পাশাপাশি হাইকোর্ট আরও জানায়, চিটফাণ্ড কোম্পানির অবৈধ কারবার সম্পর্কে জ্ঞাত ছিলেন কলকাতার এই বর্ষীয়ান সাংবাদিক। তা সত্ত্বেও ব্যবসার নামে টাকা হস্তগত করেন তিনি ও তাঁর কোম্পানি। তাই গ্রেফতারের আগেই জামিন দিলে ঠিকমত তদন্ত করা যাবে না বলেই জানিয়েছে ওড়িশা হাইকোর্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here