নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আলোর উৎসবে হাজির ডার্ক থ্রিলার ‘প্রতিদ্বন্দ্বী’র অফিশিয়াল টিজার। সপ্তাশ্ব বসু পরিচালিত এই ডার্ক থ্রিলারে মুখ্য দুই চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। পর্দায় এঁদেরই একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে।
পরিচালকের এটি দ্বিতীয় ছবি। এর আগে ‘নেটওয়ার্ক’ বানিয়েছেন তিনি।
গল্পের পটভূমিতে রয়েছে বিজ্ঞানের অস্তিত্ব। ডাঃ বক্সির চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। এবং অঙ্কের স্যার সুকুমার সেনের ভূমিকায় রুদ্রনীল ঘোষ।
আরও পড়ুনঃ শিশু দিবসে অভিভাবকদের জন্য হাজির ‘হাবজি গাবজি’র ট্রেলার,মুক্তি এই বড়দিনে
এই ছবির মাধ্যমে সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিতে চলেছেন পরিচালক। একটি কিডন্যাপিং-এর প্লট রয়েছে ছবিতে।
আরও পড়ুনঃ শিশু দিবসে হাজির ‘হামি ২’-র পোস্টার
শাশ্বত, রুদ্রনীল ছাড়াও রয়েছেন সায়নী ঘোষ, সৌরভ দাস, রিনি ঘোষ, মাহি কর, রাজদীপ সরকার প্রমুখ।
চিত্রনাট্য লিখছেন অর্ণব ভৌমিক ও তাঁর টিম। সঙ্গীত পরিচালনায় রনজয় ভট্টাচার্য।
স্টার মিডিয়া ভেঞ্চার এবং প্রত্যুষ প্রোডাকশন্স -এর ‘নিও স্টুডিওজ’-এর প্রযোজনায় আসছে ‘প্রতিদ্বন্দ্বী’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584