রূপচর্চাঃ তৈলাক্ত স্কিনের সমস্যা থেকে মুক্তি

0
125

রাখী বসু

রাখী বসু

এই গ্রীষ্মের রোদে স্কিন এর বহুবিদ সমস্যা। আপনার স্কিন যদি হয় তৈলাক্ত হয় তাহলে এই গরমে
সমস্যায় পরতে পারেন ।
তাই সমাধান নিয়ে হাজির আরো একবার ।
উপকরণ যা আছে তা খুব সহজলভ্য আর তৈরি করাটা আরো সহজ ।
সময় লাগবে মাত্র ৫ মিনিট ।

উপকরণঃ

মধু , লেবুর রস ও ব্যাসন ,সাথে একটু গোলাপ জল নেওয়া যায় তবে সেটা অপশনাল ।

পদ্ধতিঃ

একটি পাত্রে ২ চামচ লেবুর রস আর ২ চামচ মধু মিশিয়ে ভালো করে মিক্স করতে হবে , এরপর একটু গোলাপ জল দিয়ে জলীয় পরিমান বাড়িয়ে ১ চামচ ব্যাসন দিয়ে আবার মিক্স করতে হবে।
খেয়াল রাখতে হবে চেহারায় এটা ব্যাবহার হবে ফেসিয়াল মাস্ক এর মত করে তাই একটু জলীয় রাখা টা ভালো ।


এরপর এই মিক্স টা পুরো মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে অল্প উষ্ণ জলে ধুয়ে নিলে স্কিন হয়ে উঠবে অয়েল ফ্রী ।

এই মিক্সটা সপ্তাহে দুদিন ব্যাবহার করা যেতেই পারে । গরমের স্কিনের ব্রণ জাতীয় সমস্যা থেকে অনেক টা নিজের ত্বককে বাঁচিয়ে রাখা সম্ভব, এরকমই কিছু চটজলদি আর এফেক্টিভ টিপস দিতে চোখ রাখতে হবে নিউজফ্রন্টের এই কলামে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here