রাখী বসু
এই গ্রীষ্মের রোদে স্কিন এর বহুবিদ সমস্যা। আপনার স্কিন যদি হয় তৈলাক্ত হয় তাহলে এই গরমে
সমস্যায় পরতে পারেন ।
তাই সমাধান নিয়ে হাজির আরো একবার ।
উপকরণ যা আছে তা খুব সহজলভ্য আর তৈরি করাটা আরো সহজ ।
সময় লাগবে মাত্র ৫ মিনিট ।
উপকরণঃ
মধু , লেবুর রস ও ব্যাসন ,সাথে একটু গোলাপ জল নেওয়া যায় তবে সেটা অপশনাল ।
পদ্ধতিঃ
একটি পাত্রে ২ চামচ লেবুর রস আর ২ চামচ মধু মিশিয়ে ভালো করে মিক্স করতে হবে , এরপর একটু গোলাপ জল দিয়ে জলীয় পরিমান বাড়িয়ে ১ চামচ ব্যাসন দিয়ে আবার মিক্স করতে হবে।
খেয়াল রাখতে হবে চেহারায় এটা ব্যাবহার হবে ফেসিয়াল মাস্ক এর মত করে তাই একটু জলীয় রাখা টা ভালো ।
এরপর এই মিক্স টা পুরো মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে অল্প উষ্ণ জলে ধুয়ে নিলে স্কিন হয়ে উঠবে অয়েল ফ্রী ।
এই মিক্সটা সপ্তাহে দুদিন ব্যাবহার করা যেতেই পারে । গরমের স্কিনের ব্রণ জাতীয় সমস্যা থেকে অনেক টা নিজের ত্বককে বাঁচিয়ে রাখা সম্ভব, এরকমই কিছু চটজলদি আর এফেক্টিভ টিপস দিতে চোখ রাখতে হবে নিউজফ্রন্টের এই কলামে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584