মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
এবার দেবীরূপে দেখা যাবে কাদম্বিনীর সহপাঠীকে। দুর্গা সাজে একেবারে মৃণ্ময়ী রূপে ধরা দেবে অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। ‘শ্যাডো টেলস অ্যাকাডেমি এন্ড এজেন্সি’ পুজোর আগে আনতে চলেছে বিভিন্ন বিনোদনমূলক শিক্ষাক্রম।
সেখানেই দেখা যাবে ঐন্দ্রিলাকে দুর্গা সাজে। মধ্য কলকাতার এক স্টুডিওতে হয়ে গেল আগমনির শুটিং। আজ, বৃহস্পতিবার মহালয়ার শুভ দিনেই অনুষ্ঠানটি দেখানো হবে ‘শ্যাডে টেলস’এর ফেসবুক পেজে।
অ্যাকাডেমির দুই কর্ণধার ফ্যাশন ডিজাইনার অরিজিৎ পাল এবং মৃণাল দাস এক সাংবাদিক সম্মেলনে জানান, পুজোর আগেই বেহালায় তাদের এই অ্যাকাডেমিতে বিভিন্ন ধরনের বিনোদনমূলক শিক্ষাক্রম চালু হবে।
আরও পড়ুনঃ দেবীর আবাহনে মৌবনী
যেখানে মেকআপ সিনেমাটোগ্রাফি, ফোটোগ্রাফি, ডকুমেন্টারি ফিল্ম তৈরি ও নানান বিনোদন সংক্রান্ত বিষয় শিক্ষাক্রম শুরু হবে। সঙ্গে থাকবে মডেলিং এবং গ্রুমিং কোর্সও। মহালয়ার এই অনুষ্ঠানের মাধ্যমেই অ্যাকাডেমির এই শিক্ষাক্রমের সূচনা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584