মনিরুল হক,কোচবিহারঃ

প্রায় অচল এক বৃদ্ধাকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা দিয়ে রাখা এক বাড়িতে অগ্নি কান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বিকেলে কোচবিহার শহরের মরাপোড়া চৌপথী এলাকায় ওই ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা বাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে তালা ভেঙে ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।খবর পেয়ে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এসে ওই আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে ওই বাড়ির গৃহকর্ত্রী নারায়ণী রায় এসে জানান, ওই বৃদ্ধা তাঁর শাশুড়ি।তাঁর নাম সাধনা রায় (৯৩)।বেশীর ভাগ দিন তাঁর স্বামী উদয় শঙ্কর রায় ও তাঁকে বিভিন্ন কাজে বাড়ির বাইরে যেতে হয়।বাড়িতে আর কেউ না থাকায় শাশুড়িকে ভিতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে যেতে হয় কিন্তু এমন অগ্নি কান্ডের ঘটনা যে ঘটবে, সেটা তারা বুঝতে পারেন নি।দমকল কর্মীদের আশঙ্কা, সর্ট সার্কিট থেকে ওই অগ্নি কান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।তবে দ্রুত ঘটনাস্থলে চলে আসায় আগুন সেভাবে ছড়িয়ে পড়ে নি।
আরও পড়ুনঃ ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল সন্ন্যাসী মহারাজের বিরুদ্ধে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584