নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
স্বাস্থ্য কর্মীর পর এবার করোনায় আক্রান্ত হলেন বিডিও। বুধবার রাতে মালদহ মেডিক্যাল কলেজ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে পুরাতন মালদহের বিডিওর দেহে করোনার সংক্রমণ মিলেছে। গায়ে জ্বর আর মাথা ব্যথা শুরু হলে ওই বিডিও-র করোনা পরীক্ষা করা হয়। আর এতেই করোনা রিপোর্ট পজেটিভ ধরা পড়েছে।
বিডিওর করোনা আক্রান্তর খবর আসতেই পুরাতন মালদহ শহর ও গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ, স্বাভাবিক ভাবেই প্রতিদিন অসংখ্য মানুষ বিডিও -র সাথে দেখা করেছেন। নারায়ণপুরে বিডিও অফিসের ক্যাম্পাস কোয়ার্টারে থাকতেন তিনি। তাঁর সঙ্গে পরিবারের বাকি যাঁরা থাকতেন তাঁদের ওই কোয়ার্টারেই আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পুরাতন মালদহের জয়েন্ট বিডিওকেও হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোমের সামনে বিক্ষোভ রায়গঞ্জে
জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার প্রশাসন পুরাতন মালদহের বিডিও অফিসকেই কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। করোনা সংক্রান্ত নানা কাজ খতিয়ে দেখতে একাধিকবার বিভিন্ন এলাকায় যেতে হয়েছে বিডিওকে। এমনকি বহু মানুষের সঙ্গে বৈঠক করতে হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় করোনা আক্রান্ত ৭১ টি এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। এরমধ্যে দুই পুরসভা সহ বিভিন্ন ব্লকের এলাকা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584