সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
ঋণের টাকা না মেটাতে পারায় অবসাদে আত্মঘাতী প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার দক্ষিণবাগি গ্রামে। পরিবার সূত্রে খবর, প্রৌঢ় পেশায় ব্যবসায়ী ছিলেন। তার দুই সন্তান। প্রৌঢ়-এর পুত্র পল্লব মন্ডল জানান, তার বাবাকে সুন্দর মন্ডল ও তার ছেলে বিলাস মন্ডল মদ খাইয়ে হাতে কিছু টাকা দেয়।
তার পরিবর্তে তার কাছ থেকে ওই টাকা বাবদ সুদ চায়। তিনি টাকা শোধ না করতে পারায় তার কাছ থেকে এক শতক জায়গা আগেই লিখিয়ে নিয়েছিল সুন্দর মন্ডল ও তার ছেলে বিলাস মন্ডল। এরপর প্রৌঢ়কে খুনের হুমকি দেওয়া হয়। মানসিক অবসাদগ্রস্ত হয়ে ব্যবসায়ী গোপাল মন্ডল (৫৭) বিষ খায়। বাড়ির লোকেরা জানতে পেয়ে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ আরজিকরে সদ্যোজাত নিখোঁজের মামলায় ডিএনএ রিপোর্ট তলব হাইকোর্টের
পাশাপাশি মৃত গোপাল মন্ডলের ছেলে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুন্দর মন্ডল ও তার ছেলে বিলাস মন্ডলের বিরুদ্ধে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, গোপাল মন্ডলের মৃত্যুর পিছনে আদৌ কী সুন্দর মন্ডল ও তার ছেলে বিলাসের হাত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584