বালিচকে লেবেল ক্রসিং পার হতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

0
56

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মঙ্গলবার ভোর রাতে বন্ধ থাকা গেট টপকে বেপরোয়া ভাবে লেবেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত বালিচক স্টেশনের লেবেল ক্রসিংয়ে। মঙ্গলবার ভোর সাড়ে চারটা নাগাদ লেবেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় বৃদ্ধের দেহটি।

Label crossing | newsfront.co
দুর্ঘটনাস্থল ৷ নিজস্ব চিত্র

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর বেলায় বালিচকে বিডিও অফিস এর দিক থেকে বালিচক বাজারের দিকে যাচ্ছিলেন ওই বৃদ্ধ । সেই সময় খড়্গপুরের দিক থেকে এক্সপ্রেস ট্রেন আসার জন্য লেবেল ক্রসিং পুরোপুরি বন্ধই ছিল। কিন্তু ওই বৃদ্ধ গেট ডিঙিয়ে অনায়াসে হেঁটে যাচ্ছিলেন অত্যন্ত অন্যমনস্ক অবস্থায়। জোরে হর্ন দিচ্ছিল ট্রেনটি কিন্তু খেয়ালই ছিল না বৃদ্ধের৷

মূহুর্তের মধ্যেই এক্সপ্রেস ট্রেনটি সজোরে ধাক্কা মারে বৃদ্ধকে। অনেকটা ওপরে উড়ে গিয়ে ছিটকে পড়েন বৃদ্ধ এবং তাঁর ওপর দিয়েই গড়িয়ে যায় ট্রেন। লেবেল ক্রসিংয়ের দু’পাশে দাঁড়িয়ে থাকা অপেক্ষমান পথচারীদের চোখের সামনেই ছিন্নভিন্ন হয়ে যায় বৃদ্ধের দেহ। ঘটনায় স্তম্ভিত হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা ।

আরও পড়ুনঃ কর্ণাটকের পাথর খাদানে বিস্ফোরণ, মৃত ৬

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিশ। ডেবরা থানার পুলিশের সহায়তা নিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ রঘুনাথগঞ্জে চুরি, চাঞ্চল্য

স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই বৃদ্ধের নাম ভোলানাথ সুর(৬০), বাড়ি বালিচক সংলগ্ন গোটগেড়িয়া এলাকাতে। জানা গেছে মৃত ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনায় কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল। রাস্তায় দাঁড়িয়ে পড়ে একাধিক গাড়ি। পরে ডেবরা থানার পুলিশ এসে যান চলাচল নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করে।

লেবেল ক্রসিং থাকার পরও রাস্তা পার হওয়ার এই ঘটনা শুধু বালিচক নয়, নজরে পড়ে সর্বত্রই। অনেক সময় যান সহ লেবেল ক্রসিং পার হওয়ার মরিয়া চেষ্টাও নজরে পড়ে। কিন্তু এই তাড়ার কী মর্মান্তিক পরিণতি তা আরও একবার দেখিয়ে দিয়ে গেল এই অনভিপ্রেত মৃত্যু। বারংবার একই ঘটনার পরও সম্বিত ফেরেনি মানুুুষের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here