শুকিয়ে যাওয়া গাছ মরণফাঁদ হয়ে দাঁড়িয়ে রাস্তার দুধারে

0
58

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

old tree is Deathfirst beside of road
নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম শহরের মেন রোডের দু’ধারে দাঁড়িয়ে আছে অনেক শুকনো শাল গাছ।সেই গাছ গুলোই এখন শহরের মরণ গাছ ! গত কয়েকদিনের ঝড়ে ওই সব শুকনো গাছগুলির ডাল-পালা ভেঙে পড়তে শুরু করেছে।মাঝে মধ্যে একটু জোরে হওয়া দিলেই উপর থেকে আচমকায় পড়ে শুকনো ডাল-পালা।

old tree is Deathfirst beside of road
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নন্দীগ্রাম দিবসে শহীদ স্মরণে শুভেন্দুর শ্রদ্ধাজ্ঞাপন

এর আগে শহরের এমনই গাছের ডাল ভেঙে সাধারণ মানুষ মারা গিয়েছেন।আবার গতকাল ঝড়ে গাছ চাপা পড়ে সঞ্জু পাণ্ডে নামে এক মহিলা মারা যান।জখম হয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন গীতা দাস।রবিবার বিকালে ঝাড়গ্রাম শহরের ১০নং ওয়ার্ডের নৃপেনপল্লী এলাকায় ঘটনাটি ঘটেছিল।শহরের দু’ধারে ওই গাছ গুলির পূর্ত দপ্তরের অধীনে রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here