নিজস্ব সংবাদদাতা, ইসলামপুরঃ
বাড়ি থেকে বিতাড়িত হওয়ায় রাস্তায় দিন গুজরান করছেন সত্তর বর্ষীয়া বৃদ্ধা।এই ঘটনা দেখলো ইসলামপুর বাসী।স্থানীয় ক্ষুদিরাম পল্লী এলাকায় এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো।ওই বৃদ্ধার নাম অনিতা গোস্বামী(৭০)।অসুস্থ হয়ে পড়ায় বেশ কয়েকদিন ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি থাকার পর তার আত্মীয়দের সাথে বাড়ি ফিরলেও বাড়ির লোকজন ভেতর থেকে গেট বন্ধ করে রাখে এবং তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়না বলে অভিযোগ।খবর পেয়ে পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গেট ভেঙে ভিতরে ঢোকে।উল্লেখ্য ওই বৃদ্ধা তার ভাইয়ের বাড়িতে থাকতো।ভাইয়ের মৃত্যুর পর ভাতৃবধূ রমলা মিশ্র তার দায়িত্ব নেয়।তার থাকা খাওয়ার বন্দোবস্ত করলেও ওই বৃদ্ধা তাদের বিরুদ্ধে বাইরে গিয়ে অপপ্রচার চালাতো এবং এমন কি তার বোনেরাও বৃদ্ধার কোনও রকম দায়িত্ব না নিলেও তারা নানান রকম উস্কানি দিত বলে অভিযোগ।
সম্প্রতি ইসলামপুরের একটি সমাজ কল্যাণ মূলক সংস্থার পাশাপাশি পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক কানাইলাল আগারওয়ালের সাথে সালিশি বসেও আদৌ সমস্যার সমাধান হয়নি।বিধায়কের নির্দেশে কিছুদিনের জন্য ওই বৃদ্ধা তার এক বোনের বাড়ি থাকলেও পরবর্তীতে সে ফিরে আসে।এরপর কোনও বোনই তার দায়িত্ব নিতে অস্বীকার করে।এলাকার বাসিন্দা অভিজিৎ সাহা জানান,দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ওই বর্ষীয়ান মহিলা তাদের বাড়িতে ছিলেন।বিয়ের এক বছর পর স্বামীর মৃত্যুর পর ভাইয়ের আশ্রয় ফিরে আসেন তিনি।দুই মাস আগেও একদিন বাড়ি থেকে বের করে দেয়।এলাকার কাউন্সিলর রণজিৎ দে জানান,এটি একটি পারিবারিক বিবাদ।এর আগে চেয়ারম্যান চেষ্টা করেছিল।আবার দুই পক্ষকে নিয়ে বসে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।আপাতত পুলিশের উপস্থিতিতে ওই বৃদ্ধাকে তার ভাইয়ের বাড়িতেই রাখা হয়।
আরও পড়ুনঃ সোনা জয়ী স্বপ্নার পরিবারকে দশ লক্ষ টাকা,ভাইকে চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584