মাথাভাঙ্গা অলিম্পিক ২০২০ বাছাই পর্ব শুরু

0
61

মনিরুল হক, কোচবিহারঃ

বহু প্রতীক্ষিত মাথাভাঙ্গা অলিম্পিক ২০২০ চূড়ান্ত পর্যায়ের খেলা হবে আগামী ২৩ জানুয়ারি মাথাভাঙ্গা এটিএম মাঠে। বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার বাছাইপর্ব শুরু হয়েছে শনিবার, এই পর্ব চলবে রবিবার পর্যন্ত।

olympic 2020 section start in mathanhanga | newsfront.co
নিজস্ব চিত্র

আগামী ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে মাথাভাঙ্গা অলিম্পিক ২০২০ অনুষ্ঠিত হবে। এইদিন বাছাইপর্বের সূচনা করেন মাথাভাঙার মহকুমা শাসক জিতিন যাদব, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক সহ স্থানীয় ক্রীড়া প্রেমীরা।

olympic 2020 section start in mathanhanga | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ইসলামপুরে তিন দিনের ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান

মাথাভাঙা অলিম্পিকের এই গেমে থাকছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। যেমন, দৌড়, রিলেরেস, হাই জাম্প, লং জাম্প, শট পুট, ডিসকাস থ্রো, সাইকেল রেস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ভলিবল, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন বিষয়ের উপর এই প্রতিযোগিতা হবে।

মাথাভাঙ্গা অলিম্পিকে অংশ নেওয়ার ধুম পড়েছে। প্রচুর প্রতিযোগী অনলাইনে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করবার জন্য আবেদন করেছেন।এইদিন উৎসাহ-উদ্দীপনার মধ্যে মাথাভাঙা অলিম্পিক ২০২০ বাছাই পর্বের মধ্য দিয়ে শুরু হয়ে গেল মাথাভাঙ্গা এটিম মাঠে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here