হরষিত সিং, মালদহঃ
শহরের রাস্তায় বেপরোয়া গতিতে বাইক চালানো আটকাতে গিয়ে তিন মদ্যপ বাইক আরহীর হাতে আক্রান্ত হল এক কর্তব্যরত সাদা পোষাকের পুলিশ।মঙ্গলবার সন্ধ্যায় ইংরেজবাজার শহরের অভিরামপুর এলাকায় ঘটনা।মাথায় ও চোখে গুরুতর আঘাত পেয়ে ওই পুলিশ কর্মী বর্তমানে মালদহ মেডিকেলে চিকিৎসাধী।স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ইংরেজবাজার শহরের অভিরামপুর এলাকায় কর্মরত ছিলেন ইংরেজবাজার থানার সাদা পোষাকের পুলিশ সঞ্জয় ঘোষ।তিনি এক জন হোমগার্ড কর্মী।এদিন সন্ধ্যায় ওই এলাকায় একটি বাইকে তিন যুবক মদ্যপ অবস্থায় ছিল। এমনকি তারা শহরের জনবহুল এলাকায় বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিল।বাইকটিকে আটকাতে যায় কর্মরত ওই পুলিশ কর্মী। অভিযোগ সেই সময় তিন যুবক বাইক থেকে নেমে মারধোর শুরু করে পুলিশ কর্মীকে।রাস্তার পাশে পড়ে থাকা বাঁশ তুলে তাকে বেধড়ক মারধোড় করে।স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে ওই পুলিশ কর্মীকে।
ইংরেজবাজার থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।জখম পুলিশ কর্মীকে উদ্ধার করে মালদহ মেডিকেলে পাঠায়। গ্রেফতার করে তিন অভিযুক্তকে।পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতরা হল বিশাল হরিজন,শুভ মন্ডল ও ককিল হালদার।তাদের বাড়ী শহরের উত্তর বালুচর এলাকায়।
আরও পড়ুনঃ সরকারী বাসের কন্টাক্টারকে মারধোরের অভিযোগ, আটক ১
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584