শর্ট ফিল্ম প্রর্দশন ও সিনেমা আলোচনা ফেসবুক গ্রুপের উদ্যোগে

0
252

অনির্বাণ দে, বহরমপুর, ১৮/০৯/২০১৭-
সোশাল মিডিয়া গ্রুপের উদ্যোগে চলচিত্র প্রদর্শন এবং সিনেমা সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হল বহরমপুর পি আর সি হলে।

১৭ সেপ্টেম্বর রবিবার সন্ধেয় দেখানো হল ইন্দ্রনীল রায়চৌধুরীর সিনেমা ‘ভালোবাসার শহর’। এই সময় ও সিনেমা- শীর্ষক আলোচনায় অংশ নেন সিনেমা সমালোচক সন্দীপন মজুমদার, শুশান্ত চট্টোপাধ্যায়। এই উদ্যোগকে অভিনন্দন জানান অধ্যাপক প্রাণোতোষ সেন।

সন্ধ্যের আলোচনায় উঠে আসে নান সময়ের সিনেমায় সমাজের প্রতিফলন। কোন সমাজের কথা বলবে সিনেমা? সিনেমা থেকে কি আশা করে সমাজ? কোথায় দাঁড়িয়ে আজকের বাংলা সিনেমা?- বক্তাদের আলোচনায় উঠে আসে এই সকল দিক। এদিন সিনেমা দেখানোর পর সিনেমাইর বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নিলেন দর্শকরাও। এদিন এই অনুষ্ঠানের আয়োজন করে ‘ মুর্শিদাবাদ ও মুর্শিদাবাদী’ গ্রুপ, সহযোগিতায় ছিল ‘আমরা মনভাসি’ এবং ‘সুধীন সেন স্মরণ মঞ্চ। পি আর সি হলে ছিল সিনেমা প্রেমীদের ভিড়।
‘ মুর্শিদাবাদ ও মুর্শিদাবাদী’ গ্রুপের পক্ষ থেকে জানানো হয় জেলার সংস্কৃতি, ইতিহাস, মানুষের জীবনের ছবি নিয়ে আলোচনা গড়ে তুলতে আগ্রহী তারা। জেলায় জানজটের সমস্যা, কৃষকের ফসলের দাম না পাওয়া, শিল্প না থাকার সমস্যা সমাধানের জন্য সকলকে এগিয়ে আসার কথা বলা হয় এদিনের সভায়।
এদিন ‘আমরা মনভাসির’র পক্ষ থেকে পার্থ দে জানান, আগামী দিনে জেলায় স্বাধীন চলচ্চিত্র উৎসব করতে চান তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here