সংস্কারের পথে রায়গঞ্জ রবীন্দ্রভবন,বাড়ছে ভাড়াও

0
89

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

On the path of reform Raiganj Rabindra Bhaban
নিজস্ব চিত্র

রায়গঞ্জের রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহ সংস্কার করা হবে। উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই এই কাজে হাত দেওয়া হবে। ভবনটি উদ্বোধন হওয়ার পর সম্প্রতি এখানে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও এই ভবনটি পরিচালনা করার জন্য কর্মীর অভাব দেখা দিয়েছে।

রাতে কোনও নিরাপত্তারক্ষী না থাকার কারণে ভবন অরক্ষিত অবস্থায় থাকছে।ভবনের ভাড়াও অত্যন্ত কম করা হয়েছে।আগামী দিনে ভবনের ভাড়া বৃদ্ধির বিষয়টি প্রশাসন চিন্তাভাবনায় রেখেছে। সামগ্রিক এই সমস্ত ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্রই একটি বৈঠক করা হবে।

আরও পড়ুন: রায়গঞ্জে সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন

রায়গঞ্জের মহকুমা শাসক রজতকান্তি বিশ্বাস বলেন, রায়গঞ্জের রবীন্দ্রভবন সংস্কার করা হবে। অত্যন্ত কম ভাড়ায় এটি এতদিন চলেছে।ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে। এখানে কর্মচারীও কম রয়েছে।এসব সমস্যা সমাধানের জন্য আমরা খুব শীঘ্রই বৈঠকে বসব।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের রবীন্দ্র ভবন পরিচালনা করার জন্য চারজন কর্মী ছিলেন। এঁদের মধ্যে একজন কর্মী সম্প্রতি অবসর নিয়েছেন।আরও এক কর্মী কয়েক মাসের মধ্যেই অবসর নেবেন। ফলে মাত্র দু’জন কর্মী নিয়ে ভবন পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে।এই পরিস্থিতিতে সেখানে নতুন করে কর্মী নিয়োগ করা প্রয়োজন হয়ে পড়েছে।

এদিকে রবীন্দ্র ভবনের ভিতরের মঞ্চ লাগোয়া কিছু জায়গায় সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে।ভবন চত্বরে যথেষ্ট আলো না থাকায় রাত নামলেই একটি অংশ আলো আঁধারে ডুবে থাকে। রাতের জন্য কোনও নিরাপত্তারক্ষী না থাকায় ভবনটি অরক্ষিত অবস্থায় পড়ে থাকে।এটি চালু হওয়ার সময়ে রাতে এখানে সিভিক ভলান্টিয়ার থাকত।এখন সেখানে কোনও সিভিক ভলান্টিয়ার থাকে না।

ফলে ভবনটি ফাঁকাই পড়ে থাকে।এই সমস্ত বিষয়গুলি প্রশাসনের নজরে আসার পরেই প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটিকে কীভাবে সংস্কার করা যায় সেদিকে নজর দেওয়া হয়েছে। একইসঙ্গে এটির পরিকাঠামো উন্নয়ন ও সুরক্ষা সুনিশ্চিত করা হবে।

রায়গঞ্জের রবীন্দ্র ভবন মঞ্চটি দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়েছিল।বছর তিনেক আগে রবীন্দ্র ভবনটি চালু করা হয়।সরকারি এই মঞ্চটিতে শহরের বড় মাপের অনুষ্ঠান হয়।কিন্তু তার জন্য ভাড়া বাবদ মাত্র ৪০০০ টাকা নেওয়া হয়।ওই টাকায় সম্পূর্ণ শীতাতপ মঞ্চ পাওয়া যায়। আলো, মাইকও ওই টাকার মধ্যেই ধরা থাকে।

সেকারণে আগামী দিনে এর ভাড়া বৃদ্ধি করা হতে পারে বলে জানা গিয়েছে। ভবনটি পরিচালনার দায়িত্বে একটি কমিটি রয়েছে। সেই কমিটিই এবার বৈঠক করে সমস্ত দিক পর্যালোচনা করে দেখবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here