নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
নগদ টাকা ও সোনার গহনা চুরি করে চম্পট দেওয়ার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করলো বাঁকুড়া জেলা পুলিশ।ধৃতের নাম বিকাশ কুমার রায়।সে ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা যায়।
বৃহস্পতিবার বাঁকুড়া জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও সাংবাদিক বৈঠকে জানান ঝাড়খণ্ডের বাসিন্দা বিকাশ কুমার রায় তামিলনাড়ুর কোয়েম্বাটুরের জনৈক শৈলেশ নামে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে কাজ করতো।
সেখান থেকে সে নগদ ১৮ লাখ ৮১ হাজার টাকা ও প্রায় এক কেজি ওজনের সোনার বিভিন্ন ধরণের গহনা নিয়ে পাটনা এক্সপ্রেসে চেপে চম্পট দেয়।
ঐ ব্যবসায়ী ঘটনাটি স্থানীয় পুলিশকে জানালে তারা তদন্ত শুরু করে।তদন্তে নেমে কোয়েম্বাটুর পুলিশ মোবাইলের সূত্র ধরে ঐ ব্যক্তির সন্ধান পেয়ে বাঁকুড়া পুলিশকে ঘটনার কথা জানায়।
আরও পড়ুনঃ বীরভূমে জেলাশাসকের বাংলোয় বোমা ছোঁড়ার ঘটনায় গ্রেফতার ৪
বুধবার বিকেলে বাঁকুড়া স্টেশনে ঐ ট্রেন পৌঁছানোর পর ঐ ব্যক্তি পালানোর চেষ্টা করলে ফিডার রোড সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
তার কাছে থাকা ব্যাগ থেকে পাঁচশো ও দু’হাজার টাকার নোট মিলিয়ে ১৮ লক্ষ ৮১ হাজার টাকা নগদ ও প্রায় এক কেজি ওজনের বিভিন্ন ধরণের সোনার গহনা ও কয়েন পাওয়া গেছে।
পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি এই ঘটনায় আরো কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান।
ধৃতকে এদিন পুলিশের পক্ষ থেকি বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। তামিলনাড়ু পুলিশের পক্ষ তাকে ট্রানজিট রিমাণ্ডে কোয়েম্বাটুরে নিয়ে গিয়ে ঘটনার তদন্ত করতে চাইছে সেখানকার পুলিশ, এমনটাই জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584