নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ
লকডাউনে গাড়িতে ‘প্রেস’ স্টিকার লাগিয়ে চলছে অসামাজিক কার্যকলাপ। বহু অপকর্মের সঙ্গে জড়িত সেই সব গাড়ি। সম্প্রতি এমনই অভিযোগ আসছে পুলিশের কাছে। বহু মূল্যের চারচাকা গাড়িতে প্রেস স্টিকার লাগিয়ে পরিচয় গোপন করে পুলিশকে ধোঁকা দেওয়ার চেষ্টাও চালাচ্ছে অনেকে। সাংবাদিকের মিথ্যে পরিচয় দিয়ে ঘুরে বেরানোর অভিযোগে সোমবার এমনই এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ।
ধৃত ব্যক্তির নাম সুরজ সেখ। বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। করোনা মোকাবিলায় বর্ধমান শহর জুড়ে গত বুধবার থেকে একটানা লকডাউন চলছে। তাই লকডাউন ভেঙে রাস্তায় বের হওয়া বিভিন্ন গাড়ি আটক করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নিষেধাজ্ঞা ভেঙে কেন বাইরে বেরোনো তা জানতে চাওয়া হচ্ছে আরোহীদের কাছে।
সোমবার দুপুরে বর্ধমানের কার্জন গেট এলাকায় প্রেস স্টিকার লাগানো একটি দামি চারচাকা গাড়ি আটক করে পুলিশ। পুলিশ দেখেই গাড়ির আরোহী নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। সংবাদ সংগ্রহের প্রয়োজনেই তিনি রাস্তায় বেরিয়েছেন বলেও পুলিশের কাছে দাবি করেন। এতেই সন্দেহ হয় পুলিশের।
আরও পড়ুনঃ পরীক্ষা নিয়ে ইউজিসির নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্যের অধ্যাপক সংগঠন
এরপরই পুলিশ তাঁর পরিচয় পত্র দেখতে চাইলে তিনি প্রথমে তা দেখাতে চাননি। তারপর একটি স্থানীয় সংবাদ মাধ্যমের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া একটি পরিচয় পত্র দেখান ওই ব্যক্তি। পুলিশি জেরায় ওই ব্যক্তি অসংলগ্ন কথাবার্তা বলায় এবং তাঁর দেখানো কাগজপত্রে অসঙ্গতি থাকায় ওই ব্যক্তিকে আটক করে বর্ধমান থানার পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ বিষ্ণুব্রত বর্মণকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায়
বর্ধমান থানার পুলিশ সূত্রে খবর, লকডাউনে সাংবাদিকের মিথ্যে পরিচয় দিয়ে ঘুরে বেরানোর অভিযোগে ধৃত ওই ব্যক্তি আসলে পেশায় একজন ঠিকাদার। পুলিশি জেরায় সেই কথা স্বীকার করেন তিনি। ঠিকাদারির কাজে চুঁচুড়ায় হুগলি জেলা পরিষদে যাচ্ছিলেন ওই ব্যক্তি। পথে বর্ধমান শহরেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বাড়তি সুবিধা পাওয়ার জন্যই ওই ব্যক্তি স্থানীয় সংবাদ মাধ্যমের কার্ড সঙ্গে রেখেছিলেন বলে জানান। ওই ব্যক্তি সে কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584