মনিরুল হক, কোচবিহারঃ
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর শব্দ ব্যবহার ও দেশ বিরোধী পোস্ট করার অভিযোগে থানায় অভিযোগ করলো এবিভিপি ও হিন্দু নাগরিক মঞ্চের সদস্যরা। আজ মঙ্গলবার মাথাভাঙ্গা থানায় সংশ্লিষ্ট যুবকের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে লিখিত অভিযোগ দায়ের করে এবিভিপির মাথাভাঙার কর্মী সমর্থক এবং মাথাভাঙ্গা হিন্দু নাগরিক মঞ্চ নামে একটি সংগঠন।

ওই দুই সংগঠনের পক্ষ থেকেই অভিযুক্ত যুবককে তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় সদস্য বলে দাবি করা হয়েছে। ডিআরএক্স পার্কর ছদ্মনামে ফেসবুক প্রোফাইল থেকে ওই কুরুচিকর ও দেশবিরোধী মন্তব্য করা যুবকের নাম সাবিজুল রহমান বলে দাবি করেছেন এবিভিপি মাথাভাঙ্গা নগর সহ-সম্পাদক টোটন রায় এবং মাথাভাঙ্গা হিন্দু নাগরিক মঞ্চের পক্ষে অরিন্দম বর্মন।
আরও পড়ুনঃ বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধ গাজোলে
যদিও অভিযুক্ত যুবকের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি ও তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার অন্যতম মুখপাত্র নরেন চন্দ্র দত্তের।

আরও পড়ুনঃ বন্দর শ্রমিকদের জন্য ৫০ লক্ষ টাকার বিমা ঘোষণা জাহাজ মন্ত্রকের
নরেন চন্দ্র দত্ত বলেন, সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের নজরে আসা মাত্র বিষয়টি মাথাভাঙ্গা থানার আইসির নজরে আনা হয়। আর তারপরেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
এবিভিপি মাথাভাঙ্গা নগর সহ-সম্পাদক টোটন রায় এবং মাথাভাঙ্গা হিন্দু নাগরিক মঞ্চের পক্ষে অরিন্দম বর্মন অভিযোগ জানিয়ে বলেন, অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।
মাথাভাঙ্গা থানা সূত্রে জানানো হয়েছে, অভিযুক্ত যুবক সাবিজুল রহমানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584