নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হল মালদহের কালিয়াচক সীমান্তে।গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচক থানার চরিঅনন্তপুর এলাকার কামাত গ্রামে অভিযান চালায় পুলিশ।নেতৃত্বে ছিলেন কালিয়াচক থানার আইসি আশিস দাস।
এক অস্ত্রকারবারির বাড়িতে তল্লাশি চালিয়ে ২১৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।সেই সঙ্গে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।ওই অস্ত্র কারবারিকে পুলিশ গ্রেপ্তার করেছে।মালদহ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সেকিম শেখ। কামাত গ্রামের বাসিন্দা এই সেকিম সেখ (৪৩)মূলত কার্টুজ বিক্রির ব্যবসা করে।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই কারবারি
তার সঙ্গে কালিয়াচকের মজমপুর এর অস্ত্র ব্যবসায়ীদের যোগাযোগ রয়েছে।কোত্থেকে কার্তুজ এনে বিভিন্ন জায়গায় সরবরাহ করতো সে বিষয়ে বিস্তারিত জানতে ধৃতকে দফায় দফায় জেরা করছে কালিয়াচক থানার পুলিশ।শুক্রবার ধৃতকে মালদহ জেলা আদালত পেশ করে ও ধৃতকে ১৪দিনের পুলিশি হেফাজত অবেদন করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584