সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
গোপন অভিযান চালিয়ে শনিবার সকালে বারুইপুর থানার স্পেশাল অপারেশন গ্রুপ এক ব্যক্তিকে গ্রেফতার করল।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার উত্তরভাগের হিমচাখালি গ্রামে।ধৃতের নাম সাদ্দাম গাজী । তার বাড়ি বারুইপুর থানার নবগ্রাম এলাকায় । স্থানীয় পুলিশ সূত্রে খবর , মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিল ।
গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ তাকে গ্রেফতার করে ধৃত সাদ্দাম গাজীর কাছ থেকে দুটি পিস্তল,একটি ওয়ান শাটার পাইপগান,বারো রাউন্ড কার্তুজ ও অন্যান্য যন্ত্রাংশ পাশাপাশি একটি মোবাইল উদ্ধার হয়।সাদ্দাম মূলত এলাকায় বিভিন্ন দুষ্কৃতীদের কাছে অস্ত্র সাপ্লাই এর কাজ করতো।
আরও পড়ুন: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১
ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ তাকে আরো জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে সে তার অস্ত্র-গুলি মূলত কোন কোন এলাকাতে সরবরাহ করতো এবং কারা সেই অস্ত্র গুলি কিনতো তা তদন্ত করে দেখছে পুলিশ।গত কয়েকদিন আগে বারুইপুর এলাকা থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আবার অস্ত্র উদ্ধার করল বারইপুর থানার স্পেশাল অপারেশন গ্রুপ । আর এই অস্ত্র উদ্ধারকে জেলা পুলিশের একটি বড় সাফল্য বলে মনে করছেন জেলার পুলিশ আধিকারিকরা।কিন্তু এমন ঘটনার পর এটাও মনে করাচ্ছে যে অস্ত্র ব্যবসায়ীদের মূল চক্র এখনো অধরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584