মাটিগাড়ায় প্যাঙ্গোলিনের আঁশ-সহ ধৃত ১

0
64

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

মাটিগাড়া এলাকা থেকে প্যাঙ্গোলিনের আঁশ সহ এক যুবককে গ্রেফতার করল বনদপ্তর। ধৃতের নাম মুরশিদ আলম(২৬)। সে আলিপুরদুয়ারের বাসিন্দা।

pangolins scales | newsfront.co
উদ্ধারকৃত আঁশ ৷ নিজস্ব চিত্র

জানা গিয়েছে যে, বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিগাড়া এলাকায় অভিযান চালায় শালুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে বনকর্মীরা। এরপর বনকর্মীদের দেখে পালিয়ে যায় বেশ কয়েকজন পাচারকারী।

murshid alam | newsfront.co
ধৃত ৷ নিজস্ব চিত্র

তবে একজনকে ধরে ফেলে বনকর্মীরা। এরপর ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে প্যাঙ্গোলিনের আঁশ। তার কাছ থেকে দুটি বাইকও উদ্ধার করা হয় ।

আরও পড়ুনঃ জলপাইগুড়ির মোহিতনগরে বার্মিজ পাইথন উদ্ধার

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে ,উদ্ধার হওয়া প্যাঙ্গোলিনের আঁশ বাইকে করে নকশালবাড়ি হয়ে নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । ভুটান থেকে নিয়ে আসা হয়েছে প্যাঙ্গোলিনের আঁশ। আরও জানা গিয়েছে যে বেশ কয়েকজন পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here