নকশালবাড়িতে হাতির দাঁত সহ গ্রেফতার ১

0
145

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

one arrested with teeth of elephant
ধৃত পাচারকারী।নিজস্ব চিত্র

রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত নকশালবাড়ি ব্লকের রথখোলা সংলগ্ন এলাকায় এসএসবির ৪১ নং ব্যাটালিয়নের রানীডাঙ্গার ডি কোম্পানির ইনচার্জ জিডি বিজয় কুল্লুরের নেতৃত্বে অভিযান চালায়।

one arrested with teeth of elephant
উদ্ধার হওয়া হাতির দাঁত ।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বন্ধ বাগান,নুন আনতে পান্তা ফুরায়,সেখানেও হাতির হানা

সেই সময় এক ব্যক্তিকে আটক করে এসএসবির জাওয়ানরা।তল্লাশি চালিয়ে সেই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় হাতির দাঁত।সাথে সাথে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এরপর হাতির দাঁত সহ ধৃত ব্যক্তিকে টুকরিয়া ঝাড় বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।

অপরদিকে এসএসবি -র সূত্রে জানা গিয়েছে যে ওই ব্যক্তির কাছ থেকে মোট চার কেজি ওজনের হাতির দাঁত উদ্ধার করা হয়।ধৃত ব্যক্তি কোথা থেকে এই দাঁত এনেছে বা কোথায় নিয়ে যাচ্ছিল তার তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here